Ajker Patrika

ভোলায় করোনায় আরও ৬ জনের মৃত্যু

প্রতিনিধি, ভোলা
ভোলায় করোনায় আরও ৬ জনের মৃত্যু

উপকূলীয় জেলা ভোলায় করোনা আক্রান্ত রোগীর ও মৃতের সংখ্যা বাড়ছেই। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এ জেলার মানুষ। ভোলায় ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৪০ জন। এর মধ্যে ভোলা সদরে ২৯ জন, দৌলতখানে তিনজন, বোরহানউদ্দিনে দুইজন, লালমোহনে চারজন ও চরফ্যাশনে দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভোলায় ৪০২ জনের নমুনা পরীক্ষা করে ১৬০ জন করোনা শনাক্ত হয়েছে।
 
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৬২ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৯০ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ২১ জন, লালমোহনে ২১ জন, চরফ্যাশনে ১২ জন, তজুমদ্দিন ১ জন ও মনপুরা ৬ জন করোনা পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৪৯২ জন। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়। 

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, এ জেলার অনেক মানুষ মাস্ক পরে না। এ ছাড়া করোনা সংক্রমণ রোগীরা লক্ষ্মণ গোপন করে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন। যারা করোনায় আক্রান্ত তারা কোয়ারেন্টিনে না থেকে তার আগেই বের হয়ে যাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রচারণা বাড়াতে হবে। ইউনিয়ন কমিটির নিয়মিত মনিটরিং করতে হবে। সর্বোপরি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত