Ajker Patrika

বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, নৌকার অনুসারীদের দাবি সাজানো

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, নৌকার অনুসারীদের দাবি সাজানো

বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের বাড়ি ও প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালবাটনা গ্রামে এই ঘটনা ঘটে। এতে আটক করা হয়েছে দুজনকে। 

হামলার ঘটনার পর রিপনের সমর্থক কয়েক হাজার নারী-পুরুষ এলাকায় বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে অনেক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। 

সালাউদ্দিন রিপনের অভিযোগ, নৌকা প্রতীকের সমর্থকেরা এই হামলা করেছেন। তাঁরা প্রধান নির্বাচনী কার্যালয়ের (রিপনের বাড়ির সামনে) চেয়ার-টেবিল ভাঙচুর করেন। হামলাকারীরা সংখ্যায় ৪০–৫০ জন ছিলেন। হামলায় নারী ও শিশুসহ ট্রাক প্রতীকের ১০-১৫ জন কর্মী আহত হয়েছেন। 

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা। ছবি: আজকের পত্রিকাতবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নগরী থেকে একদল নৌকার কর্মী মোটরসাইকেলে সালাউদ্দিন রিপনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে উসকানিমূলক আচরণ করেন। এ সময় রিপনের কর্মীরা ধাওয়া দিলে নৌকার সমর্থকেরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরবর্তীতে রিপনের লোকজন তাঁদের কার্যালয়ের চেয়ার নিজেরাই ভাঙচুর করে ঘটনাটি অতিরঞ্জিতভাবে প্রচার করে। 

চরবাড়িয়া ইউনিয়ন নৌকার নির্বাচন পরিচালনার সমন্বয়কারী ও জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম জানান, তাঁরা উলালবাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোস্টার লাগাচ্ছিলেন। তখন খবর পান রিপনের বাড়িতে কারা নাকি হামলা করেছেন। শহিদুলের দাবি, পুরো ঘটনাটি রিপনের সাজানো নাটক। 

ওসি মো. আসাদুজ্জামান জানান, তিনিসহ অনেক সংখ্যক পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। স্থানীয় লোকজন হামলাকারী দুজনকে আটক করেছেন। তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ উপকমিটির সদস্য সালাউদ্দিন রিপনকে গত বৃহস্পতিবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পন্থী আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এই ঘটনার পর এই হামলার অভিযোগ ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত