নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওয়ার্ড বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা। অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ এনে এবং তা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি সদর রোড থেকে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতা-কর্মীরা অবস্থান নেন। এসময় নেতা-কর্মীরা ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি গঠনের জন্য নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ নেতাদের দায়ী করেন।
নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলম চিশতি ভান্ডারি আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর বিএনপির এক নেতা বলেছেন দল চালাতে টাকাওয়ালা লোক লাগে। যাঁর টাকা আছে তাঁকে পদ দেওয়া হবে। এ জন্যই তাঁকে বাদ দিয়ে আমেরিকা প্রবাসী মাসুদ হাওলাদারকে ওয়ার্ডের আহ্বায়ক করা হয়েছে। এর প্রতিবাদে ৬ নম্বর ওয়ার্ডের কর্মীরা ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ে অবস্থান গ্রহণ করেছেন।’
পদবঞ্চিত নেতা কামাল হোসেন বলেন, ‘ত্যাগীদের বঞ্চিত করে যাঁরা টাকা দিয়েছে তাঁদের ওয়ার্ড কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে।’
এর আগে গতকাল সোমবার ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।
বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এ পর্যন্ত ২৭টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। এত বড় দলে শতভাগ নির্ভুল করে কমিটি করা কঠিন। পদবঞ্চিতদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে।’
বরিশালে ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওয়ার্ড বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা। অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ এনে এবং তা বাতিলের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি সদর রোড থেকে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতা-কর্মীরা অবস্থান নেন। এসময় নেতা-কর্মীরা ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে কমিটি গঠনের জন্য নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ নেতাদের দায়ী করেন।
নগরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলম চিশতি ভান্ডারি আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর বিএনপির এক নেতা বলেছেন দল চালাতে টাকাওয়ালা লোক লাগে। যাঁর টাকা আছে তাঁকে পদ দেওয়া হবে। এ জন্যই তাঁকে বাদ দিয়ে আমেরিকা প্রবাসী মাসুদ হাওলাদারকে ওয়ার্ডের আহ্বায়ক করা হয়েছে। এর প্রতিবাদে ৬ নম্বর ওয়ার্ডের কর্মীরা ঝাড়ু মিছিল ও দলীয় কার্যালয়ে অবস্থান গ্রহণ করেছেন।’
পদবঞ্চিত নেতা কামাল হোসেন বলেন, ‘ত্যাগীদের বঞ্চিত করে যাঁরা টাকা দিয়েছে তাঁদের ওয়ার্ড কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে।’
এর আগে গতকাল সোমবার ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।
বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এ পর্যন্ত ২৭টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন। এত বড় দলে শতভাগ নির্ভুল করে কমিটি করা কঠিন। পদবঞ্চিতদের পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হবে।’
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪১ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে