Ajker Patrika

কমিটিতে পদ-বাণিজ্যের অভিযোগে বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২২: ৪৭
কমিটিতে পদ-বাণিজ্যের অভিযোগে বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

কমিটিতে পদ-বাণিজ্যের অভিযোগে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ স্বাক্ষরিত চিঠিতে কমিটি বিলুপ্তের বিষয়টি জানানো হয়।

চিঠিতে আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। 

জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক এ. জেড. এম সালেহ ফারুক জানান, গত বছরের ৮ জুন কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরগুনা জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক করা হয় মাহবুব আলম ফারুক মোল্লাকে এবং সদস্যসচিব করা হয় তারিকুজ্জামান টিটুকে। তারিকুজ্জামান চলতি বছরের ৮ জানুয়ারি চিকিৎসারত অবস্থায় মারা যান। 

বিএনপির দপ্তর সম্পাদক এমরান সালেহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের আলোকে বরগুনা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। 

চিঠিতে বিএনপির বরিশাল বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হককে জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে। 

জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা জানান, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের তদন্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় বিএনপি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে। 

জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা বলেন, ‘শুনেছি কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে আমার কাছে এখনো কোনো চিঠি আসেনি।’ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এটা আমার জানা নেই। তবে দল মনে করেছে তাই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখানে অন্য কিছু নেই।’ 

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ‘‘পদ-বাণিজ্য’: বরগুনা বিএনপির ৪ নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে খবর প্রচারিত হয়। এতে ক্ষুব্ধ বিএনপি নেতারা সংবাদ সম্মেলনও করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত