Ajker Patrika

আমতলীতে অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

আমতলী সরকারি কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের সড়কে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন। 

 ২০১৭ সালে আমতলী সরকারি কলেজের সামনে জেলা পরিষদের পানি নিষ্কাশনের খাল লিজ নেয় একটি প্রভাবশালী মহল। ওই মহল শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে তা ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়। 

ব্যবসায়ীরা ওই খালে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছেন। এতে আমতলী সরকারি কলেজের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। ক্লাস চলাকালীন দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এমনকি ব্যবসায়ীরা ওই কলেজের অনেক ছাত্রীদের উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। 

কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রনি গাজীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাফসান বিন ইমরান, সাদিয়া মীম ও ইসরাত জাহান প্রমুখ। 

মানববন্ধনে দ্রুত কলেজের সামনে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা। 

আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের ফলে কলেজের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ক্লাস চলাকালীন দুর্গন্ধে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এ অবৈধ স্থাপনা অপসারণ করা প্রয়োজন। 

অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাআমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু জেলা পরিষদ লিজ বাতিল না করায় অপসারণ করতে পারছি না।’ 

বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, কলেজের সৌন্দর্য ও পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত