কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সাগরকন্যা খ্যাত পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এ ছাড়া পর্যটকদের বাড়তি বিনোদন দিতে কুয়াকাটা সৈকতে আনা হয়েছে স্পিডবোট। এখানে পর্যটকদের বাড়তি বিনোদন দিতে স্পিডবোটে সমুদ্রের মাঝে নিয়ে দেখানো হচ্ছে গভীর সমুদ্রের রূপ ও জেলেদের কর্মযজ্ঞ।
গতকাল শনিবার সৈকত ঘুরে দেখা যায়, তীরে সাজিয়ে রাখা হয়েছে স্পিডবোটগুলো। জনপ্রতি ১০০ টাকা বা অনেকে রিজার্ভ নিয়ে সমুদ্রকে আলিঙ্গন করতে সমুদ্রের গভীরে যাচ্ছেন। এতে পর্যটকেরা উপভোগ করতে পারছেন জেলেদের মাছ ধরার দৃশ্য।
ঝালকাঠি থেকে আসা পর্যটক দম্পতি মাহিয়া-কাবুল বলেন, `শুক্রবার এখানে এসেছি। এই দুই দিন সৈকতে অনেক আনন্দ উপভোগ করেছি। ঘোড়ায় চড়া, ছাতায় বসা, রাতে ফ্রাই মার্কেটে খাওয়া এবং বাড়তি আকর্ষণ স্পিডবোটে চড়ে সমুদ্র উপভোগ করেছি।'
খুলনা থেকে আসা পর্যটক নাবিল আহমেদ বলেন, কুয়াকাটায় ঘুরতে এসে দেখলাম স্পিডবোটে গভীর সমুদ্রে যাওয়া যায়। স্পিডবোট থাকার কারণে জেলেদের জাল টানা ও মাছ ধরা সবকিছুই নিজের চোখে দেখে বেশ উপভোগ করলাম।
স্পিডবোটের মালিক মো. বশির উদ্দিন বলেন, ‘আমরা পর্যটকদের একটু বেশি বিনোদন দেওয়ার জন্য তীর থেকে চার-পাঁচ কিলোমিটার ভেতরে ঘুরিয়ে নিয়ে আসি। এতে তাঁরা বেশ আনন্দ পান।’
স্পিডবোট মালিক সমিতির সভাপতি মো. বেল্লাল খলিফা বলেন, স্পিডবোটে পর্যটকদের বিভিন্ন স্পট ঘুরে দেখানো একটি পর্যটন-সেবা। আমাদের ২০টির বেশি বোট এখানে রয়েছে। এটার মাধ্যমে একদিকে সেবা ও আনন্দ দিচ্ছি, অন্যদিকে আমরা রোজগারের ব্যবস্থাও করছি। দুর্ঘটনা এড়াতে বোটগুলোতে সব সময় লাইফ জ্যাকেটসহ নিরাপত্তার সব সরঞ্জাম রাখা হয়।
ট্যুর গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, নানান ধরনের ইভেন্টের মধ্যে স্পিডবোট পর্যটকদের কাছে নতুন আকর্ষণ। এর মাধ্যমে পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়া সম্ভব হচ্ছে।
টুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়াকাটায় আগত পর্যটকেরা বিশেষ করে নদীপথে যাঁরা ভ্রমণ করেন, তাঁদের ব্যাপারে আমরা সব সময় তদারক করছি, যাতে লাইফ জ্যাকেট, নিরাপদ রুটে চলাচল করেন। টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে।’
সাগরকন্যা খ্যাত পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এ ছাড়া পর্যটকদের বাড়তি বিনোদন দিতে কুয়াকাটা সৈকতে আনা হয়েছে স্পিডবোট। এখানে পর্যটকদের বাড়তি বিনোদন দিতে স্পিডবোটে সমুদ্রের মাঝে নিয়ে দেখানো হচ্ছে গভীর সমুদ্রের রূপ ও জেলেদের কর্মযজ্ঞ।
গতকাল শনিবার সৈকত ঘুরে দেখা যায়, তীরে সাজিয়ে রাখা হয়েছে স্পিডবোটগুলো। জনপ্রতি ১০০ টাকা বা অনেকে রিজার্ভ নিয়ে সমুদ্রকে আলিঙ্গন করতে সমুদ্রের গভীরে যাচ্ছেন। এতে পর্যটকেরা উপভোগ করতে পারছেন জেলেদের মাছ ধরার দৃশ্য।
ঝালকাঠি থেকে আসা পর্যটক দম্পতি মাহিয়া-কাবুল বলেন, `শুক্রবার এখানে এসেছি। এই দুই দিন সৈকতে অনেক আনন্দ উপভোগ করেছি। ঘোড়ায় চড়া, ছাতায় বসা, রাতে ফ্রাই মার্কেটে খাওয়া এবং বাড়তি আকর্ষণ স্পিডবোটে চড়ে সমুদ্র উপভোগ করেছি।'
খুলনা থেকে আসা পর্যটক নাবিল আহমেদ বলেন, কুয়াকাটায় ঘুরতে এসে দেখলাম স্পিডবোটে গভীর সমুদ্রে যাওয়া যায়। স্পিডবোট থাকার কারণে জেলেদের জাল টানা ও মাছ ধরা সবকিছুই নিজের চোখে দেখে বেশ উপভোগ করলাম।
স্পিডবোটের মালিক মো. বশির উদ্দিন বলেন, ‘আমরা পর্যটকদের একটু বেশি বিনোদন দেওয়ার জন্য তীর থেকে চার-পাঁচ কিলোমিটার ভেতরে ঘুরিয়ে নিয়ে আসি। এতে তাঁরা বেশ আনন্দ পান।’
স্পিডবোট মালিক সমিতির সভাপতি মো. বেল্লাল খলিফা বলেন, স্পিডবোটে পর্যটকদের বিভিন্ন স্পট ঘুরে দেখানো একটি পর্যটন-সেবা। আমাদের ২০টির বেশি বোট এখানে রয়েছে। এটার মাধ্যমে একদিকে সেবা ও আনন্দ দিচ্ছি, অন্যদিকে আমরা রোজগারের ব্যবস্থাও করছি। দুর্ঘটনা এড়াতে বোটগুলোতে সব সময় লাইফ জ্যাকেটসহ নিরাপত্তার সব সরঞ্জাম রাখা হয়।
ট্যুর গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, নানান ধরনের ইভেন্টের মধ্যে স্পিডবোট পর্যটকদের কাছে নতুন আকর্ষণ। এর মাধ্যমে পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়া সম্ভব হচ্ছে।
টুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়াকাটায় আগত পর্যটকেরা বিশেষ করে নদীপথে যাঁরা ভ্রমণ করেন, তাঁদের ব্যাপারে আমরা সব সময় তদারক করছি, যাতে লাইফ জ্যাকেট, নিরাপদ রুটে চলাচল করেন। টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে