Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়: হলের নিয়ন্ত্রণ নিতে মধ্যরাতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭: ৫৭
বরিশাল বিশ্ববিদ্যালয়: হলের নিয়ন্ত্রণ নিতে মধ্যরাতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল ও বঙ্গবন্ধু হলের নিয়ন্ত্রণ নিতে হামলা চালালে তাঁরা আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গতকাল রাতের ঘটনার জেরে আজ রোববার দিনভর ক্যাম্পাসে স্লোগান, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শের-ই-বাংলা বাংলা ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক নোটিশে আজকের মধ্যে অবৈধ বহিরাগতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী ছাত্রলীগ কর্মীদের মধ্যে গতকাল রাতে ওই সংঘর্ষ হয়। মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারীরা হেলমেট ও মাস্ক পরে লাঠিসোঁটা নিয়ে গভীর রাতে ছাত্রাবাসে ঢুকে প্রতিমন্ত্রীর অনুসারীদের ওপর হামলা চালায়। ওই ঘটনার পর সাদিকের অনুসারীরা আজ সারা দিন ক্যাম্পাসে অবস্থান করে প্রতিপক্ষের বিরুদ্ধে উত্তেজনামূলক স্লোগান দিয়ে দফায় দফায় বিক্ষোভ করেছেন।

২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নেই। তবে মেয়র সাদিক ও প্রতিমন্ত্রী শামীমের অনুসারী দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে কয়েক বছর ধরে প্রায়ই তারা পাল্টাপাল্টি হামলা করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১২জানা গেছে, বর্তমানে সাদিক আবদুল্লাহ অনুসারীদের নেতৃত্ব দেন মুবাশ্বির রিদম ও তানজিম মঞ্জু এবং প্রতিমন্ত্রী অনুসারীদের নেতৃত্বে রয়েছেন রক্তিম হাসান ও মুয়ীদুর রহমান বাকি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সাদিক আবদুল্লাহর অনুসারী ১০-১২ জন গতকাল রাত দেড়টার দিকে হেলমেট ও মাস্ক পরে দেশীয় অস্ত্র ও জিআই পাইপ নিয়ে প্রথমে শের-ই-বাংলা হলে ঢোকেন। তাঁরা প্রধান ফটক ও সাধারণ শিক্ষার্থীদের কক্ষ বাইরে থেকে আটকে দেন। পরে চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের খুঁজতে কয়েকটি কক্ষে তল্লাশি চালান। তাঁরা বঙ্গবন্ধু হলে গিয়ে তৃতীয় ও চতুর্থ তলায় তল্লাশি চালান। সেখানে প্রতিপক্ষের কয়েকজনকে পেয়ে বেদম মারধর করেন। এ সময়ের মধ্যে রক্তিম-বাকি গ্রুপ সংগঠিত হয়ে পাল্টা হামলা করলে ছাত্র-শিক্ষক কেন্দ্রে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

সংঘর্ষে রক্তিম-বাকি গ্রুপের মুহীদুর রহমান বাকি, সাইমুন ইসলাম, আয়াতউল্লাহ, ইফরান হোসেন রাজ, ইবনে গালিব, রাকিবুল হোসেন রনি ও সোহেল রানা এবং রাফি-শরিফ গ্রুপের ফাত্তাউর রাফি, হাসিবুল হাসান শান্ত, আল সামাদ শান্ত, মো. মঞ্জু ও শরীফুল ইসলাম আহত হয়েছেন।

মেয়র সাদিকপন্থী ছাত্রলীগ কর্মী আলম সামাদ শান্ত বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মুয়ীদুর রহমান বাকি গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগে বহিষ্কার হয়েছে। সম্প্রতি তিনি প্রতিমন্ত্রীর অনুসারী দাবি করে অবৈধভাবে ছাত্রাবাসে থাকছেন এবং সাধারণ শিক্ষার্থীদের মারধর করছেন। তাঁরা এর প্রতিবাদ করেছেন।

গত রাতে হামলার পর আজ ক্যাম্পাসে এক পক্ষের বিক্ষোভতবে মুয়ীদুর রহমান বাকি এ অভিযোগ অস্বীকার করে বলেন, হামলাকারীরা বিগত দিনেও একাধিকবার হামলা-সন্ত্রাস করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাকি বলেন, তাঁর বহিষ্কারাদেশ তিন বছর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিয়েছে।

এদিকে সংঘর্ষের জেরে আজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন সাদিক আবদুল্লাহর অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এ ছাড়া হলের বিভিন্ন পয়েন্টে স্লোগান দিতে দেখা গেছে তাঁদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুপুরে শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, যারা হলে বৈধ আবাসিক শিক্ষার্থী নন, আজকের মধ্যে তাঁদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রাবাসের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে। দুই হলে অবৈধ কেউ থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হলে অস্ত্র নিয়ে অবৈধ বহিরাগতদের থাকতে দেওয়া হবে না। ছাত্র নয় এমন কেউ যাতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। আহতদের খোঁজখবর নিতে প্রক্টরিয়াল বডির দুজন হাসপাতালে গিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত