Ajker Patrika

দশমিনায় স্কুলের মাঠ দখল করে কোরবানির পশুর হাট

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
পটুয়াখালীর দশমিনা উপজেলার নলখোলা বন্দরের উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর দশমিনা উপজেলার নলখোলা বন্দরের উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় অনুমতি ছাড়া নলখোলা বন্দরে উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। বিদ্যালয়টির মাঠে পাশে জৈনপুরি খানকা ও হাফিজি মাদ্রাসা নামের আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

আজ রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার দশমিনা ইউনিয়নের নলখোলা বন্দরে উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম চললেও বেলা ৩টা থেকে মাঠে কোরবানির পশু আসতে থাকে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যায় পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশে জৈনপুর হুজুরের খানকা এবং একটি হাফিজের মাদ্রাসা পাশাপাশি রয়েছে। এই মাঠে বিকেলে মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করে। কিন্তু সেই মাঠে এক থেকে দেড় হাজার গরু মাঠে দেখা যায়। এসব পশুর মল-মূত্রের গন্ধে শিক্ষার্থী ও শিক্ষকেরা চরম দুর্ভোগে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কিছু করার নেই। বেলা ২টা থেকে দেখছি, মাঠে গরু আসছে। পরে জানতে পারি, কোরবানির পশু বিক্রির জন্য গরুগুলো নিয়ে আসা হয়েছে। বিদ্যালয়ের মাঠে পশুর হাট এটা কোনোভাবে মানা যায় না। এই মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে ও দুপুরে টিফিনের সময়ে দৌড়াদৌড়ি করে থাকে। যে পরিমাণ গরু এসেছে, এসবের মল-মূত্রে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। শিক্ষার্থীরা দুর্গন্ধে শ্রেণিকক্ষে বসতে পারবে না।’

দশমিনার হাট ইজারাদার ও দশমিনা ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জহির প্যাদা বলেন, ‘৫৪ লাখ টাকা দিয়ে দশমিনার হাট ইজারা নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় জায়গা না দিলে কী করব? সামনে কোরবানির ঈদ। এ সময় গরু বিক্রি না হলে আমার লোকসানে পড়তে হবে। তাই এখানে পশুর হাট বসাতে বাধ্য হয়েছি। ইউএনও জায়গা দিলে সেখানেই পশুর হাট বসবে।’

দশমিনার ইউএনও ইরতিজা হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পটুয়াখালীতে একটি সভায় আছি। তাঁদের (ইজারাদারদের) স্কুল মাঠে পশুর হাট বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। বিনা অনুমতিতে পশুর হাট বসালে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত