ভোলা প্রতিনিধি
তিন দিন পর ভোলায় মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এর উদ্ধার কাজ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে এ উদ্ধার কাজ শুরু করা হয়।
উদ্ধারকারী জাহাজ হুমায়রা বুধবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছায়। বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডসহ ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল এ উদ্ধার কাজে অংশ নেন। কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এর ডিজিএম আসিফ মালেক ও এজিএম আনোয়ার হোসেন।
এর আগে উদ্ধারকারী জাহাজ সাগর বধূ-৩ ও সাগর বধূ-৪ জাহাজ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে। কিন্তু ওই জাহাজগুলোর উদ্ধারের সক্ষমতা না থাকায় এত দিন ডুবন্ত তেলবাহী জাহাজের উদ্ধার কাজ শুরু করা যায়নি।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এর ডিজিএম আসিফ মালেক ও এজিএম আনোয়ার হোসেন বলেন, ‘বুধবার সকাল থেকে অর্ধ-নিমজ্জিত জাহাজ উদ্ধার কাজ শুরু হয়েছে।’
বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ) মো. শাজাহান বলেন, ‘উদ্ধারকাজে ৫০ সদস্যের একটি টিম অংশ নিয়েছেন। প্রাথমিক অবস্থায় ড্রেজিং কাজ শুরু হয়। কিন্তু বুধবার সকাল থেকে ঘনকুয়াশা বেশি থাকার কারণে এবং তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবুও, আশা করা যায় দ্রুত উদ্ধার কাজ শেষ করা যাবে।’
তবে, কবে নাগাদ এ উদ্ধার কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।’
এদিকে বুধবার বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভোলার মেঘনা নদীতে দুর্ঘটনায় কবলিত অয়েলট্যাঙ্কার সাগর নন্দিনী ২ এর নির্গত তেল যেন পানিতে মিশে পরিবেশ দূষণ করতে না পারে, সে জন্য ৪র্থ দিনের মতো বুধবার সকাল থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ চলমান রয়েছে। দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাংকার উদ্ধারের নিমিত্তে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোট ও একটি বার্জ (জহুর) কোস্টগার্ডের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করছে। উদ্ধারকাজের জন্য অন্য একটি বার্জ (হুমায়রা) বুধবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এ ছাড়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের দুইটি টিম সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে।
উল্লেখ্য, গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। দুর্ঘটনার পর থেকেই কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত তেলবাহী জাহাজের নিরাপত্তাসহ উদ্ধার কাজে অংশ নেন।
তিন দিন পর ভোলায় মেঘনা নদীতে জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এর উদ্ধার কাজ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে এ উদ্ধার কাজ শুরু করা হয়।
উদ্ধারকারী জাহাজ হুমায়রা বুধবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছায়। বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডসহ ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল এ উদ্ধার কাজে অংশ নেন। কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এর ডিজিএম আসিফ মালেক ও এজিএম আনোয়ার হোসেন।
এর আগে উদ্ধারকারী জাহাজ সাগর বধূ-৩ ও সাগর বধূ-৪ জাহাজ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে। কিন্তু ওই জাহাজগুলোর উদ্ধারের সক্ষমতা না থাকায় এত দিন ডুবন্ত তেলবাহী জাহাজের উদ্ধার কাজ শুরু করা যায়নি।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এর ডিজিএম আসিফ মালেক ও এজিএম আনোয়ার হোসেন বলেন, ‘বুধবার সকাল থেকে অর্ধ-নিমজ্জিত জাহাজ উদ্ধার কাজ শুরু হয়েছে।’
বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ) মো. শাজাহান বলেন, ‘উদ্ধারকাজে ৫০ সদস্যের একটি টিম অংশ নিয়েছেন। প্রাথমিক অবস্থায় ড্রেজিং কাজ শুরু হয়। কিন্তু বুধবার সকাল থেকে ঘনকুয়াশা বেশি থাকার কারণে এবং তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবুও, আশা করা যায় দ্রুত উদ্ধার কাজ শেষ করা যাবে।’
তবে, কবে নাগাদ এ উদ্ধার কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।’
এদিকে বুধবার বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভোলার মেঘনা নদীতে দুর্ঘটনায় কবলিত অয়েলট্যাঙ্কার সাগর নন্দিনী ২ এর নির্গত তেল যেন পানিতে মিশে পরিবেশ দূষণ করতে না পারে, সে জন্য ৪র্থ দিনের মতো বুধবার সকাল থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের সাহায্যে পানি থেকে তেল অপসারণের কাজ চলমান রয়েছে। দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাংকার উদ্ধারের নিমিত্তে বিআইডব্লিউটিএর দুটি টাগ বোট ও একটি বার্জ (জহুর) কোস্টগার্ডের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করছে। উদ্ধারকাজের জন্য অন্য একটি বার্জ (হুমায়রা) বুধবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এ ছাড়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের দুইটি টিম সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আসছে।
উল্লেখ্য, গত রোববার ভোরে চট্টগ্রাম থেকে ১১ লাখ লিটার তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেয় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্গো জাহাজ সাগর নন্দিনী-২। ঘন কুয়াশার কারণে এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। দুর্ঘটনার পর থেকেই কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত তেলবাহী জাহাজের নিরাপত্তাসহ উদ্ধার কাজে অংশ নেন।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৪২ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৪৩ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে