Ajker Patrika

দশমিনায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

পটুয়াখালীর দশমিনায় মো. নজির সরদার নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কবির হোসেন নামের এক জেলে আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত অক্টোবরের মাঝামাঝি সময়ে উপজেলার চর বোরহান ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ওই ইউনিয়নের প্রায় ১৩ শ জেলের বিপরীতে ২৫ কেজি করে প্রায় ৩২ হাজার ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান নজির সরদার প্রকৃত জেলেদের বাদ দিয়ে তাঁর ভাতিজা বশির সরদার, জসিম সরদার, জহিরুল সরদারসহ আত্মীয়স্বজনের নামে চাল আত্মসাৎ করেন।

কবির হোসেন লিখিত অভিযোগে দাবি করেন, চাল বিতরণে জেলেদের তালিকায় তাঁর যে স্বজনদের দেখানো হয়েছে, তাঁরা কেউ জেলে নন। ওই জেলে আরও দাবি করেন, জেলেদের মাস্টার রোলে ভুয়া টিপসই নেওয়া হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ করলে ভয়ভীতি দেখান চেয়ারম্যান।

তবে অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান নজির সরদার দাবি করেন, ‘আমার কোনো আত্মীয়স্বজনের নাম তালিকায় নেই। চাল বিতরণে অনিয়ম হয়নি। কর্মকর্তাদের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়। তা ছাড়া এ বিষয়ে ভয়ভীতির অভিযোগও সত্য নয়।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত