ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা মামলায় সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান ও নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার এই রায় ঘোষণা করেন।
বিএনপির ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেন সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) সঞ্জিব বিশ্বাস। তিনি জানান, বিএনপির ২২ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করলে আদালত জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন ও সদস্যসচিব শাহাদাৎ হোসেনসহ আটজনের জামিন মঞ্জুর করেন। বাকি ১৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা থেকে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত পদযাত্রার কর্মসূচিতে নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তাঁদের পদযাত্রার কোনো অনুমতি ছিল না। পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে সদর থানার পরিদর্শক ফিরোজ কামালসহ ছয় পুলিশ সদস্য আহত হন।
জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের সদস্যসচিব আনিসুর রহমানসহ ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এসআই দেবাশীষ মোদক বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ ২২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন।
জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার দিন পুলিশের লাঠি চার্জে বিএনপির ২০ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় উল্টো পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেছে। ঈদের আগমুহূর্তে নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা মামলায় সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান ও নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার এই রায় ঘোষণা করেন।
বিএনপির ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেন সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) সঞ্জিব বিশ্বাস। তিনি জানান, বিএনপির ২২ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করলে আদালত জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন ও সদস্যসচিব শাহাদাৎ হোসেনসহ আটজনের জামিন মঞ্জুর করেন। বাকি ১৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা থেকে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত পদযাত্রার কর্মসূচিতে নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তাঁদের পদযাত্রার কোনো অনুমতি ছিল না। পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে সদর থানার পরিদর্শক ফিরোজ কামালসহ ছয় পুলিশ সদস্য আহত হন।
জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের সদস্যসচিব আনিসুর রহমানসহ ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এসআই দেবাশীষ মোদক বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামসহ ২২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন।
জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার দিন পুলিশের লাঠি চার্জে বিএনপির ২০ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় উল্টো পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেছে। ঈদের আগমুহূর্তে নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৬ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৮ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৯ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৯ ঘণ্টা আগে