পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি
করোনাকালে দেড় বছর বন্ধ থাকার পর রোববার খুলছে স্কুল–কলেজ। ফলে বছরের শেষের দিকে এসে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন করে স্কুল ড্রেস বানাতে হচ্ছে। কারণ দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস অনেক ছোট হয়ে গেছে। এ কারণে ফুসরত পাচ্ছে না বরগুনার পাথরঘাটার দর্জির দোকানগুলো।
পাথরঘাটা পৌর শহরে প্রায় দুই ডজন দর্জির দোকান রয়েছে । প্রত্যেক দোকানেই চলছে স্কুল পোশাক তৈরির কাজ। পাশাপাশি বিভিন্ন নারী উদ্যোক্তারা ও তাদের বাসাবাড়িতে স্কুল ড্রেস বানাচ্ছেন বলে জানা যায়। পাথরঘাটা শহরের প্রবীন দর্জি দেলাওয়ার হোসেন জানান, প্রতিবছরের শুরুতে যে চাপ থাকে তার চেয়ে কয়েকগুণ বেশি চাপ পরেছে বছরের শেষ সময়ে। আরেক ব্যাবসায়ী ফারুক হোসেন জানান শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই অভিভাবকরা নতুন স্কুল ড্রেস বানাতে দিচ্ছে । এখন শেষ সময়ে তাঁদের উপর চাপ একটু বেশিই বলে জানান ফাইজুল মুন্সি, মাসুম বিল্লাহ, সবুর খানসহ একাধিক ব্যাবসায়ী।
কয়েক জন অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করা ছাড়া সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ ছিল না । ফলে দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস ও জুতা আর পরা হয়নি। এত দিন পর সেগুলোও ছোট হয়ে গেছে।
পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একডেমির চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী আফিয়া বিনতে মামুন স্কুল খোলার খবরে অনেক খুশি। সে বলে , স্কুল ড্রেস ও জুতা সবই নতুন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তাই বাবাকে বলেছি নতুন ড্রেস বানিয়ে দিতে।
অভিভাবক নাসরিন আক্তার জানান, দেড় বছর পর স্কুল খুলছে। এটা শিশু শিক্ষার্থীদের অনেক বেশি আনন্দের। কারণ তারা এই দীর্ঘ সময়ে বাসায় কাটিয়েছে । এখন তাদের স্কুল খুলছে বলে নতুন স্কুল ড্রেস ও জুতা পরতে চায়। আগের স্কুল ড্রেস ও জুতা নতুন হলেও দেড় বছর আগের হওয়ায় ছোট হয়ে গেছে। তারা এখন বায়না ধরেছে এসব নতুন কিনে দেওয়ার। তাই বছর শেষের দিকে তাদের নতুন পোশাক বানিয়ে দিতে হচ্ছে।
করোনাকালে দেড় বছর বন্ধ থাকার পর রোববার খুলছে স্কুল–কলেজ। ফলে বছরের শেষের দিকে এসে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন করে স্কুল ড্রেস বানাতে হচ্ছে। কারণ দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস অনেক ছোট হয়ে গেছে। এ কারণে ফুসরত পাচ্ছে না বরগুনার পাথরঘাটার দর্জির দোকানগুলো।
পাথরঘাটা পৌর শহরে প্রায় দুই ডজন দর্জির দোকান রয়েছে । প্রত্যেক দোকানেই চলছে স্কুল পোশাক তৈরির কাজ। পাশাপাশি বিভিন্ন নারী উদ্যোক্তারা ও তাদের বাসাবাড়িতে স্কুল ড্রেস বানাচ্ছেন বলে জানা যায়। পাথরঘাটা শহরের প্রবীন দর্জি দেলাওয়ার হোসেন জানান, প্রতিবছরের শুরুতে যে চাপ থাকে তার চেয়ে কয়েকগুণ বেশি চাপ পরেছে বছরের শেষ সময়ে। আরেক ব্যাবসায়ী ফারুক হোসেন জানান শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই অভিভাবকরা নতুন স্কুল ড্রেস বানাতে দিচ্ছে । এখন শেষ সময়ে তাঁদের উপর চাপ একটু বেশিই বলে জানান ফাইজুল মুন্সি, মাসুম বিল্লাহ, সবুর খানসহ একাধিক ব্যাবসায়ী।
কয়েক জন অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করা ছাড়া সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ ছিল না । ফলে দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস ও জুতা আর পরা হয়নি। এত দিন পর সেগুলোও ছোট হয়ে গেছে।
পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একডেমির চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী আফিয়া বিনতে মামুন স্কুল খোলার খবরে অনেক খুশি। সে বলে , স্কুল ড্রেস ও জুতা সবই নতুন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তাই বাবাকে বলেছি নতুন ড্রেস বানিয়ে দিতে।
অভিভাবক নাসরিন আক্তার জানান, দেড় বছর পর স্কুল খুলছে। এটা শিশু শিক্ষার্থীদের অনেক বেশি আনন্দের। কারণ তারা এই দীর্ঘ সময়ে বাসায় কাটিয়েছে । এখন তাদের স্কুল খুলছে বলে নতুন স্কুল ড্রেস ও জুতা পরতে চায়। আগের স্কুল ড্রেস ও জুতা নতুন হলেও দেড় বছর আগের হওয়ায় ছোট হয়ে গেছে। তারা এখন বায়না ধরেছে এসব নতুন কিনে দেওয়ার। তাই বছর শেষের দিকে তাদের নতুন পোশাক বানিয়ে দিতে হচ্ছে।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে