Ajker Patrika

স্কুল ড্রেস বানাতেই ব্যস্ত সময় পার করছেন দর্জিরা 

পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি 
স্কুল ড্রেস বানাতেই ব্যস্ত সময় পার করছেন দর্জিরা 

করোনাকালে দেড় বছর বন্ধ থাকার পর রোববার খুলছে স্কুল–কলেজ। ফলে বছরের শেষের দিকে এসে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন করে স্কুল ড্রেস বানাতে হচ্ছে। কারণ দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস অনেক ছোট হয়ে গেছে। এ কারণে  ফুসরত পাচ্ছে না বরগুনার পাথরঘাটার দর্জির দোকানগুলো।

পাথরঘাটা পৌর শহরে প্রায় দুই ডজন দর্জির দোকান  রয়েছে । প্রত্যেক দোকানেই চলছে স্কুল পোশাক তৈরির কাজ। পাশাপাশি বিভিন্ন নারী উদ্যোক্তারা ও তাদের বাসাবাড়িতে স্কুল ড্রেস  বানাচ্ছেন বলে জানা যায়। পাথরঘাটা শহরের প্রবীন দর্জি দেলাওয়ার হোসেন জানান, প্রতিবছরের শুরুতে যে চাপ থাকে তার চেয়ে কয়েকগুণ বেশি চাপ পরেছে বছরের শেষ সময়ে। আরেক ব্যাবসায়ী ফারুক হোসেন জানান  শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই অভিভাবকরা নতুন স্কুল ড্রেস বানাতে দিচ্ছে । এখন শেষ সময়ে তাঁদের উপর চাপ একটু বেশিই বলে জানান ফাইজুল মুন্সি, মাসুম বিল্লাহ, সবুর খানসহ একাধিক ব্যাবসায়ী।

কয়েক জন অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়,  দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায়  শিক্ষার্থীদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করা ছাড়া সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ ছিল না ।  ফলে দেড় বছর আগে বানানো স্কুল ড্রেস ও জুতা আর পরা হয়নি। এত দিন পর সেগুলোও ছোট হয়ে গেছে।

পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একডেমির চতুর্থ  শ্রেনীর শিক্ষার্থী আফিয়া বিনতে মামুন স্কুল খোলার খবরে অনেক খুশি। সে বলে , স্কুল ড্রেস ও জুতা  সবই নতুন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তাই বাবাকে বলেছি নতুন ড্রেস বানিয়ে দিতে।

অভিভাবক নাসরিন আক্তার জানান, দেড় বছর পর স্কুল খুলছে। এটা  শিশু শিক্ষার্থীদের অনেক বেশি আনন্দের। কারণ তারা এই দীর্ঘ সময়ে বাসায় কাটিয়েছে । এখন তাদের স্কুল খুলছে বলে নতুন স্কুল ড্রেস ও জুতা পরতে চায়। আগের স্কুল ড্রেস ও জুতা নতুন  হলেও দেড় বছর আগের হওয়ায় ছোট হয়ে গেছে। তারা এখন বায়না ধরেছে এসব নতুন কিনে দেওয়ার। তাই বছর শেষের দিকে তাদের নতুন পোশাক বানিয়ে দিতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত