Ajker Patrika

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

শিক্ষকসংকট নিরসনসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলকারী শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শাটডাউন ঘোষণা করেন তাঁরা।

শিক্ষার্থীরা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো জন্মলগ্ন থেকে নানা বৈষম্যের শিকার। শিক্ষকসংকট, ন্যূনতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে আটটি দাবি জানিয়েছেন তাঁরা। সেগুলো হলো, শিক্ষকসংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বাড়ানো, তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট দেওয়া, সেমিস্টার ও রিটেক ফি কমানো, শতভাগ আবাসনব্যবস্থা, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা, ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করা। শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পরে কলেজে বিভিন্ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আবদুল কাদের ব্যাপারী বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে এরই মধ্যে আমরা জেলা প্রশাসন ও মন্ত্রণালয়কে জানিয়েছি। বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আশা করছি, দ্রুত এর একটা সমাধান পাওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে বাদ

ঘরে সদ্য বিবাহিত বিক্রয় প্রতিনিধির লাশ, চিরকুটে লেখা ‘জীবন খুবই কঠিন’

নিয়মিত দাঁত ব্রাশ করেও মুখে দুর্গন্ধের কারণ, পরিত্রাণের উপায়

২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর হাইস্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নয়: শিক্ষা মন্ত্রণালয়

রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত