Ajker Patrika

ভোলার মেঘনায় বালুবাহী বাল্কহেডডুবি

ভোলা প্রতিনিধি
ভোলার মেঘনায় বালুবাহী বাল্কহেডডুবি

ভোলার মেঘনা নদীতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকাসংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের কাজের ঠিকাদারের বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে যায়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পাউবো ও স্থানীয় লোকজন জানায়, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকাসংলগ্ন মেঘনা নদীর তীরে ভাঙন রোধে জাম্পিং দিয়ে বালুর বস্তা ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ওই কাজের ঠিকাদার মোসলেম উদ্দিন সরদার বালুবোঝাই বাল্কহেডে করে কাজের স্থানে নিয়ে যাচ্ছিলেন। আজ সকালে ভোলার খাল এলাকাসংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে বালুবোঝাই বাল্কহেডটি ঠিকাদারের তিনজন লোকসহ ডুবে যান।

পানি উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী (পুর) মো. জিয়াউদ্দিন আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যাওয়ার পর তিনজন সাঁতরিয়ে তীরে উঠে গেছেন। ফলে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিকাদারের পক্ষ থেকে এগুলো উদ্ধারে কাজ চালানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত