পটুয়াখালী প্রতিনিধি
কোলন ক্যানসারে আক্রান্ত বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী সৌরভ কুমার বালা (২২)। ২০২১ সালের মার্চে তাঁর শরীরে এ রোগ শনাক্তের পর মা-বাবা সামর্থ্যের শেষটুকু পর্যন্ত চিকিৎসা চালান। পরিবারের সক্ষমতা শেষ হয়ে যাওয়ায় সৌরভের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে সাহায্যের বাক্স নিয়ে সড়কে সড়কে ঘুরছেন তাঁর সহপাঠী ও বন্ধুরা। হাসিখুশি সৌরভকে আবারও ক্যাম্পাসে ফিরে পেতে চান তাঁরা।
সৌরভ পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা অমির কুমার বালার ছেলে। অমির কুমার পেশায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তাঁর দুই ছেলের মধ্যে সৌরভ বড়। সৌরভ ২০১৫ সালে পটুয়াখালী সরকারি জুবলী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাস করেন। ২০১৭ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। সর্বশেষ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের হিসাবরক্ষণ বিভাগে ভর্তি হন। তিনি স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সৌরভকে এরই মধ্যে ৯টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। এখন তাঁর দুটি অপারেশনের জন্য ৮ লাখ টাকা দরকার। বর্তমানে সৌরভ ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। তাই সৌরভের বন্ধুরা মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরছেন। এ পর্যন্ত তাঁরা ১ লাখ ১২ হাজার ৮৭১ টাকা সহায়তা পেয়েছেন বলে জানান। সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তাঁরা।
সৌরভের বন্ধু আমিও পাল তূর্য বলেন, ‘সৌরভ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই আমাদের মনমানসিকতা ঠিক নেই। পরে যখন শুনলাম টাকার জন্য সৌরভের সার্জারি করা যাচ্ছে না। তখন আমাদের এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুরা মিলে ওর চিকিৎসার চালানোর জন্য এই উদ্যোগ নিই। আমরা প্রতিদিন সকাল-বিকেল এই বাক্স নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাই। যাতে করে মানুষের একটু সহযোগিতার জন্য আমাদের বন্ধু আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে।’
সৌরভের আরেক বন্ধু আদনান হাবিব খান বলেন, ‘সৌরভ খুব মেধাবী একজন ছাত্র ও আমাদের একজন ভালো বন্ধু। ওর চিকিৎসা না হলে আমরা কেমনে ঘরে বসে থাকি। আমরা চাই সৌরভ আমাদের মাঝে ফিরে আসুক। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ, আপনারা আমার বন্ধুর জন্য একটু হলেও সাহায্য করুন।’
এ ছাড়া, রমিম, ফিরোজ, রাফি, নিবিড়সহ সৌরভের অন্য বন্ধুরাও সৌরভ সুস্থ হয়ে ফিরে আসবে বলে ‘ক্যানসার আক্রান্ত সৌরভের জন্য আর্থিক সাহায্যের আবেদন’ বাক্স নিয়ে ঘুরছে। চিকিৎসা বাবদ সহযোগিতার স্বার্থে সৌরভের বন্ধু মাসুমের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা হলো। ডাচ্-বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট নম্বরটি হচ্ছে—২১৮১০৫০০১৮২৯৭।
কোলন ক্যানসারে আক্রান্ত বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী সৌরভ কুমার বালা (২২)। ২০২১ সালের মার্চে তাঁর শরীরে এ রোগ শনাক্তের পর মা-বাবা সামর্থ্যের শেষটুকু পর্যন্ত চিকিৎসা চালান। পরিবারের সক্ষমতা শেষ হয়ে যাওয়ায় সৌরভের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে সাহায্যের বাক্স নিয়ে সড়কে সড়কে ঘুরছেন তাঁর সহপাঠী ও বন্ধুরা। হাসিখুশি সৌরভকে আবারও ক্যাম্পাসে ফিরে পেতে চান তাঁরা।
সৌরভ পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা অমির কুমার বালার ছেলে। অমির কুমার পেশায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। তাঁর দুই ছেলের মধ্যে সৌরভ বড়। সৌরভ ২০১৫ সালে পটুয়াখালী সরকারি জুবলী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাস করেন। ২০১৭ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। সর্বশেষ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের হিসাবরক্ষণ বিভাগে ভর্তি হন। তিনি স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সৌরভকে এরই মধ্যে ৯টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। এখন তাঁর দুটি অপারেশনের জন্য ৮ লাখ টাকা দরকার। বর্তমানে সৌরভ ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। তাই সৌরভের বন্ধুরা মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরছেন। এ পর্যন্ত তাঁরা ১ লাখ ১২ হাজার ৮৭১ টাকা সহায়তা পেয়েছেন বলে জানান। সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তাঁরা।
সৌরভের বন্ধু আমিও পাল তূর্য বলেন, ‘সৌরভ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই আমাদের মনমানসিকতা ঠিক নেই। পরে যখন শুনলাম টাকার জন্য সৌরভের সার্জারি করা যাচ্ছে না। তখন আমাদের এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুরা মিলে ওর চিকিৎসার চালানোর জন্য এই উদ্যোগ নিই। আমরা প্রতিদিন সকাল-বিকেল এই বাক্স নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাই। যাতে করে মানুষের একটু সহযোগিতার জন্য আমাদের বন্ধু আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে।’
সৌরভের আরেক বন্ধু আদনান হাবিব খান বলেন, ‘সৌরভ খুব মেধাবী একজন ছাত্র ও আমাদের একজন ভালো বন্ধু। ওর চিকিৎসা না হলে আমরা কেমনে ঘরে বসে থাকি। আমরা চাই সৌরভ আমাদের মাঝে ফিরে আসুক। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ, আপনারা আমার বন্ধুর জন্য একটু হলেও সাহায্য করুন।’
এ ছাড়া, রমিম, ফিরোজ, রাফি, নিবিড়সহ সৌরভের অন্য বন্ধুরাও সৌরভ সুস্থ হয়ে ফিরে আসবে বলে ‘ক্যানসার আক্রান্ত সৌরভের জন্য আর্থিক সাহায্যের আবেদন’ বাক্স নিয়ে ঘুরছে। চিকিৎসা বাবদ সহযোগিতার স্বার্থে সৌরভের বন্ধু মাসুমের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করা হলো। ডাচ্-বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট নম্বরটি হচ্ছে—২১৮১০৫০০১৮২৯৭।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৮ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৯ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে