Ajker Patrika

পাথরঘাটায় বিস্কুটের কার্টনে নবজাতক, পরিচয়ের খোঁজে পুলিশ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৭
পাথরঘাটায় বিস্কুটের কার্টনে নবজাতক, পরিচয়ের খোঁজে পুলিশ

বরগুনার পাথরঘাটায় বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পাথরঘাটা থানার পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা গেছে, পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্য ঘাটসংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয়রা। এটি নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি ডিউটি অফিসারকে জানান। পরে থানা থেকে টহল পুলিশ গিয়ে বিস্কুটের কার্টনটি খোলে। কার্টনের ভেতরে এক নবজাতককে দেখা যায়। নবজাতকের মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল।

পাথরঘাটা থানার উপপরিদর্শক আবদুল হালিম বলেন, 'শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। শিশুটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।' 

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার আজকের পত্রিকাকে জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে শিশুটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের শিশু কেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত