Ajker Patrika

পাথরঘাটার বিএনপি নেতা হারুন গ্রেপ্তার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১৭: ৫৫
পাথরঘাটার বিএনপি নেতা হারুন গ্রেপ্তার

পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে চরদুয়ানী ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার। হারুন আর রশিদ চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। 

জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ১৭ বছর পর নিজ এলাকা পাথরঘাটায় প্রবেশে করেন। এদিন পাথরঘাটার সিঅ্যান্ডবি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়। এ ঘটনায় বিএনপি ও এর সংগঠনের ৯৯ জনের নামে এবং প্রায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এ মামলায় তাঁকে আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়। 

এদিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে হারুনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক। তিনি জানান, আজ শুক্রবার বরগুনায় জেলা বিএনপির সমাবেশ থাকায় নেতা-কর্মীদের হয়রানি করছে পুলিশ। বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে আতঙ্ক ছড়িয়ে জেলা সমাবেশে যেতে নিষেধ করেছে তারা। এ ছাড়া আজ সকালে থেকে পাথরঘাটা খেয়াঘাট ও ফেরিঘাট এলাকায় পুলিশ মোতায়েন করে যাঁরা জেলা বিএনপির সমাবেশ যাচ্ছেন তাঁদের তালিকা তৈরি করেছে পুলিশ। 

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, শহরের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কাউকে পুলিশের পক্ষ থেকে হয়রানি করা হচ্ছে না। তবে বিভিন্ন মামলায় আসামিদের ধরতে অভিযান চলমান। 

ওসি আরও বলেন, আর মামলায় তদন্তপ্রাপ্ত আসামি হওয়ায় হারুন অর রশিদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত