Ajker Patrika

বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩ জন, চিকিৎসাধীন ২২৪

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৪: ১৫
বরগুনা জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৪ জন। ছবি: আজকের পত্রিকা
বরগুনা জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৪ জন। ছবি: আজকের পত্রিকা

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৭৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০২ জনে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

সোমবার (২৩ জুন) বরগুনা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৯ জন, বেতাগীতে ২ জন এবং আমতলী ও পাথরঘাটায় একজন করে রয়েছেন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৪ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছেন ১৯০ জন, বামনায় ১১ জন, তালতলীতে ৯ জন, পাথরঘাটায় ৭ জন, বেতাগীতে ৪ জন এবং আমতলীতে ৩ জন।

জেলার মোট আক্রান্তদের মধ্যে বরগুনা সদরেই ২ হাজার ২০৩ জন, পাথরঘাটায় ৯৩ জন, বামনায় ৫৫ জন, তালতলীতে ২২ জন, বেতাগীতে ১৬ জন এবং আমতলীতে ১৩ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তত বাড়ছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি জোরালো পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চালানোর আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত