Ajker Patrika

সাদিদের দায়িত্ব নিলেন ডিসি

বরিশাল প্রতিনিধি
সাদিদের দায়িত্ব নিলেন ডিসি

খুদে ক্রিকেটার আসাদুজ্জামান সাদিদের দায়িত্ব নিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। গত বৃহস্পতিবার রাতে সরকারি বাসভবনে শিশুটিকে ডেকে এনে তার লেখাপড়া ও ক্রিকেট প্রশিক্ষণের সব খরচ বহনের দায়িত্ব নেন জেলা প্রশাসক। এর আগে গত ১৭ অক্টোবর ‘সাদিদে মুগ্ধ শচীন’ শিরোনামে একটি সংবাদ আজকের পত্রিকায় প্রকাশিত হয়।

শিশু সাদিদ রাত ৮টার দিকে তার মামার সঙ্গে জেলা প্রশাসকের সরকারি বাসভবনে যান। তাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক। তিনি শিশুটির কাছে ক্রিকেট নিয়ে তার স্বপ্নের কথা জানান। এ সময় সাদিদ জানায়, জাতীয় দলের খেলোয়াড় হতে চায় সে। সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হতে চায়। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, ‘সাদিদের বোলিং প্রতিভা বরিশাল তথা বাংলাদেশকে বিশ্বের কাছে অন্য রকমভাবে চেনাতে পেরেছে। বাংলাদেশি হিসেবে আমি এ নিয়ে গর্ববোধ করছি। মনের আনন্দে নিয়মিত খেলতে থাকলে তার জাদুকরী বোলিং আরও ক্ষুরধার হবে। ওর যত্ন নিতে হবে।’

উল্লেখ্য, বরিশাল নগরীর উলালঘূণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সাদিদ বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ এলাকায় থাকে। গত ১০ অক্টোবর ফেসবুকে ভাইরাল হয় সাদিদের লেগস্পিন বোলিংয়ের একটি ভিডিও ক্লিপ। যা পৌঁছে যায় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কাছে। ১৪ অক্টোবর নিজের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন শচীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত