১১০০ কোটি টাকা আত্মসাৎ
পিরোজপুর প্রতিনিধি
১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক-বর্তমান পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয়। আজ বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে বলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলা হিসাব সংরক্ষণ কর্মকর্তা মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার, নজরুল ইসলাম, সাবেক জেলা হিসাব সংরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি কার্যালয়ের হিসাব রক্ষক এ কে এম মোজাম্মেল হক খান।
গত মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আটটি মামলা করেন। তাঁদের মধ্য থেকে বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি কার্যালয়। এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান কার্যালয় থেকে অনেকগুলো তদন্ত দল পিরোজপুর এলজিইডি কার্যালয় নানা খাতে দুর্নীতির প্রমাণ পায়। কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশেই সীমাহীন এ দুর্নীতির ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, দুর্নীতির অভিযোগের মামলায় দুদক পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা থানা হাজতে রয়েছেন। আসামিদের আদালতে হাজির করা হবে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর এলজিইডির বিভিন্ন প্রকল্পে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আমরা ২৩ জনের বিরুদ্ধে পৃথক আটটি মামলা করেছি। আসামিদের মধ্য থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানোর হবে।’
১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক-বর্তমান পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয়। আজ বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে বলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলা হিসাব সংরক্ষণ কর্মকর্তা মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার, নজরুল ইসলাম, সাবেক জেলা হিসাব সংরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি কার্যালয়ের হিসাব রক্ষক এ কে এম মোজাম্মেল হক খান।
গত মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আটটি মামলা করেন। তাঁদের মধ্য থেকে বুধবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি কার্যালয়। এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান কার্যালয় থেকে অনেকগুলো তদন্ত দল পিরোজপুর এলজিইডি কার্যালয় নানা খাতে দুর্নীতির প্রমাণ পায়। কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশেই সীমাহীন এ দুর্নীতির ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, দুর্নীতির অভিযোগের মামলায় দুদক পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা থানা হাজতে রয়েছেন। আসামিদের আদালতে হাজির করা হবে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর এলজিইডির বিভিন্ন প্রকল্পে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আমরা ২৩ জনের বিরুদ্ধে পৃথক আটটি মামলা করেছি। আসামিদের মধ্য থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানোর হবে।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৬ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২১ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৬ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে