Ajker Patrika

মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে ববি: শিক্ষক-কর্মকর্তাদের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে ববি: শিক্ষক-কর্মকর্তাদের উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সহযোগিতার জন্য আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে ববিকে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠনের নেতৃবৃন্দ আজ বুধবার দুপুরে সাক্ষাৎ করতে গেলে উপাচার্য এসব কথা বলেন। এ সময় উপাচার্য যার যার অবস্থান থেকে সকলকে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আহ্বান জানান।

উপাচার্য বলেন, ‘মনে রাখতে হবে, এ বিশ্ববিদ্যালয় শুধু আমাদের কর্মের জায়গা নয়, এটা ভালোবাসা আর আবেগেরও জায়গা। এ জন্য সকলকে প্রতিষ্ঠানটিকে হৃদয়ে ধারণ করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপাচার্যের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘উপাচার্যের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ অগ্রযাত্রায় আমরা সকলে তাঁর পাশে আছি।’

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ সিকদার, সাধারণ সম্পাদক মহিন সরদার কালু, ববির রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত