Ajker Patrika

বরিশালে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ভেন্যুতে তালা

বরিশাল প্রতিনিধি
বরিশালে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ভেন্যুতে তালা

পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পণ্ড হয়ে গেছে বরিশাল বিএনপির কর্মী সভা। কর্মসূচির ভেন্যু ছিল শহরের পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় শুক্রবার সকালেই বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।

এর আগে, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের অনুসারী এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দেরা শুক্রবার নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয়।

সরোয়ারের অনুসারী এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন জানান, তাঁরা আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করেন। একই স্থানে আরেক বিএনপি নেতা হানিফ হাওলাদার কর্মী সভা করতে চান। একপর্যায়ে পুলিশ এসে স্কুল কর্তৃপক্ষকে গেটে তালা দিতে বলে। যে কারণে হানিফ অনুসারীরাও কোনো কর্মসূচি পালন করতে পারেনি।

জামাল হোসেন আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা আছর নামাজের পর ভেন্যু থেকে ২০০ গজ দূরের পলাশপুর মুসলিম কাজীর গোরস্থান মসজিদে মিলাদ পড়িয়েছেন।

তবে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হানিফ হাওলাদার বলেন, ‘আমরা কর্মী সভা করতে পারিনি। প্রশাসন নিষেধ করায় ঝামেলা করতে যাইনি।’ 

কাউনিয়া থানার এসআই নাসির বলেন, ‘দুই পক্ষ একইস্থানে কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্কুল কর্তৃপক্ষকে বলেছি গেটে তালা মারতে। সেখানে সারা দিন পুলিশ মোতায়েনও ছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত