Ajker Patrika

প্রবাসীদের সম্পত্তি রক্ষায় ট্রাইব্যুনাল গঠনের দাবি এইচআরপিবি'র

ঝালকাঠি প্রতিনিধি
প্রবাসীদের সম্পত্তি রক্ষায় ট্রাইব্যুনাল গঠনের দাবি এইচআরপিবি'র

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনটি নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর বাংলাদেশ প্লাজায় এই আয়োজন করে। এইচআরপিবি নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিচার দ্রুত সম্পন্ন করার জন্য যেভাবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়, তেমনিভাবে প্রবাসীদের সম্পত্তি রক্ষাসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে।'

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই প্রবাসীদের সমস্যা সম্পর্কে অবগত হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সমস্যা সমাধানে তেমন অগ্রগতি নেই। এমনকি পুলিশের প্রবাসী সেলও যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। প্রবাসীদের বর্তমান সমস্যাগুলো সমাধান না করলে দেশের বাইরে থাকা ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যার প্রভাব অর্থনীতিতে পরবে।

এ ছাড়া সভায় আরও বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি অ্যাডভোকেট ম জাকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মোবারক হোসাইন, অসরপ্রাপ্ত জেলা জজ মুনির হোসাইন পাটোয়ারিসহ আরও অনেকে। সভায় বিভিন্ন প্রবাসী বক্তারা দেশে তাদের অধিকার বঞ্চনার ঘটনা তুলে ধরেন এবং এর প্রতিকার দাবি করেন।

মতবিনিময় সভা শেষে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার নতুন কমিটি গঠন করা হয়। অ্যাড. ম জাকির মিয়াকে নতুন কমিটির সভাপতি, সহসভাপতি আবদুল হাই কাইয়ুম, এম. রহমান কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত