Ajker Patrika

মেহেন্দীগঞ্জে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১১: ৩৯
মেহেন্দীগঞ্জে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহত

বরিশালের মেহেন্দিগঞ্জে ভাগিনার লাঠির আঘাতে মামা আনিছ খান (৪৫) নিহত হয়েছেন। উপজেলার চর এককরিয়া ইউনিয়নের তরইলিশা গ্রামে গতকাল শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাগনে রিপন ব্যাপারীকে (২৭) গ্রেপ্তার করেছে। 

নিহত আনিছ তরইলিশা গ্রামের রুস্তম আলী খানের ছেলে। ভাগনে রিপন একই গ্রামের শাহজাহান ব্যাপারীর ছেলে। 

মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় দুই পরিবারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। শনিবার ঝগড়ার একপর্যায়ে রিপনের মাকে থাপ্পড় দেন আনিছ। এতে ক্ষুব্ধ হয়ে রিপন তাঁর মামাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। একটি আঘাতেই আনিছ জ্ঞান হারান। 

ওসি বলেন, চিকিৎসার জন্য স্বজনেরা তাঁকে স্পিডবোটে করে বরিশালে নিয়ে আসে। সেখানকার চিকিৎসকেরা আনিছকে মৃত ঘোষণা করলে মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। বিভিন্ন সূত্রে খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত