Ajker Patrika

সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে ২ জনের মৃত্যু

প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি) 
আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৪: ৫৯
সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে ২ জনের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নির্মাণাধীন একটি বাড়ির নতুন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে সিমেন্টের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রিসহ দুজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাজমিস্ত্রি আসাদুল (৩০) ও প্রতিবেশী যুবক মজনু মিস্ত্রির (২৫) মৃত্যু হয়। উদ্ধার করতে গিয়ে শুভ নামের (২২) অন্য প্রতিবেশী যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আসাদুলের বাড়ি ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামে। মজনু মিস্ত্রি মহিষকান্দি গ্রামের শাহাদতের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আসাদুলের স্বজনেরা জানান, মহিষকান্দি গ্রামের মিরাজ খানের নির্মাণাধীন বাড়ির নতুন সেপটিক ট্যাংকের সেন্টারিং মঙ্গলবার সকালে রাজমিস্ত্রি আসাদুল খুলতে যান। ট্যাংকের মুখ খুলে ভেতরে ঢুকে সেন্টারিংয়ের কাঠ খুলতে গেলে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর আসাদুলকে উদ্ধার করতে প্রতিবেশী যুবক মজনু মিস্ত্রি ট্যাংকের ভেতরে ঢুকলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এ সময় শুভ নামের আরেক প্রতিবেশী যুবক দুজনকে উদ্ধার করতে এলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজনু ও আসাদুলের মৃত্যু হয়। শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়।

এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত