Ajker Patrika

বরিশালে বিএনপির পদযাত্রায় নেতা-কর্মীর ঢল, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২০: ০৫
বরিশালে বিএনপির পদযাত্রায় নেতা-কর্মীর ঢল, তীব্র যানজট

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে বিএনপির পৃথক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে নগরের সদর রোড থেকে রূপাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা হয়। অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা কাশিপুর চৌমাথা থেকে অশ্বিনী কুমার হল পর্যন্ত পদযাত্রা করেন। পদযাত্রায় দলের নেতা-কর্মীদের ঢল নামায় নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মহানগর ও উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, মেজবাহ উদ্দিন ফরহাদ, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, নগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

কর্মসূচিতে প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশে গণতন্ত্র নেই। এই অবৈধ সরকার বিচার ও আইন বিভাগকে ধ্বংস করেছে। অবৈধভাবে সম্পদ অর্জন করে বিদেশে বাড়ি-গাড়ি করেছে।

দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য এবায়দুল হক চান, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন প্রমুখ।

কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ‘এই সরকারে অধীনে কোনো দিনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজপথে নেমেছি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

দুটি কর্মসূচিতে নেতা-কর্মীদের ঢল নামায় নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নগরবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত