পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা থানাসংলগ্ন উপজেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবু বকর সিদ্দিক মেছাল, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ ও নান্টু মিয়া।
জানা গেছে, বরগুনার পাথরঘাটায় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে যুবদলের নেতা-কর্মীরা মিছিল করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে পথসভা করার সময় অতর্কিত হামলা চালান উপজেলা ছাত্রলীগের লোকজন। এ সময় যুবদলের ১১ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা যুবদলের নেতা আবু বকর সিদ্দিক মেছাল বলেন, ‘দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোনো ধরনের উসকানি ছাড়াই আমাদের ওপরে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন বলেন, সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল। এ সময় আমরা বাধা দিয়েছি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, ‘শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে সমাবেশ করতে বলা হয়। এ সময় তাঁরা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।’
এ নিয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরগুনার পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা থানাসংলগ্ন উপজেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবু বকর সিদ্দিক মেছাল, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ ও নান্টু মিয়া।
জানা গেছে, বরগুনার পাথরঘাটায় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে যুবদলের নেতা-কর্মীরা মিছিল করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে পথসভা করার সময় অতর্কিত হামলা চালান উপজেলা ছাত্রলীগের লোকজন। এ সময় যুবদলের ১১ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা যুবদলের নেতা আবু বকর সিদ্দিক মেছাল বলেন, ‘দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোনো ধরনের উসকানি ছাড়াই আমাদের ওপরে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন বলেন, সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল। এ সময় আমরা বাধা দিয়েছি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, ‘শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে সমাবেশ করতে বলা হয়। এ সময় তাঁরা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।’
এ নিয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে