Ajker Patrika

লঞ্চের কেবিনে যাত্রীকে ধর্ষণের পর হত্যা, কর্মচারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৮: ৪৯
লঞ্চের কেবিনে যাত্রীকে ধর্ষণের পর হত্যা, কর্মচারীর যাবজ্জীবন

ঢাকা-বরিশাল লঞ্চের কেবিনে যাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে সুমন সিপাই (৩০) নামক এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মৃত মানিক সিপাইয়ের ছেলে। তিনি সুরভী-৪ লঞ্চের কর্মচারী ছিলেন। ওই লঞ্চের কর্মচারী কেবিনে এক পোশাককর্মী তরুণী ঢাকা থেকে বরিশালগামী যাত্রী ছিলেন। ২০১৯ সালের ১৯ জুলাই রাতে ধর্ষণ ও হত্যার শিকার হন ওই তরুণী।

পরদিন সকালে অজ্ঞাত পরিচয়ে কেবিন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় পুইয়াডাটা গ্রামের মো. বজলু ব্যাপারী মরদেহটি তাঁর মেয়ে আঁখি আক্তারের বলে শনাক্ত করেন। আঁখি ঢাকায় স্বামীর সঙ্গে থাকতেন।

মামলার এজাহারে বজলু ব্যাপারী উল্লেখ করেন, জাতীয় পরিচয়পত্র করার জন্য আঁখি ঢাকা থেকে লঞ্চে বরিশালে রওনা হয়েছিলেন। সুমন সিপাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁর (সুমন) কেবিনে থাকতে দেয়। পরে রাতে কেবিনে ঢুকে আঁখিকে ধর্ষণ করেন সুমন। এ সময় আঁখি চিৎকারের চেষ্টা করলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সুমনকে একমাত্র আসামি করে মামলার অভিযোগপত্র দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত