Ajker Patrika

ইউপি সদস্যদের অনাস্থা, চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৫২
ইউপি সদস্যদের অনাস্থা, চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

পটুয়াখালী সদরের বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। তাঁর বিরুদ্ধে ইউপি সদস্যদের আনা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং ইউপি সদস্যদের অনাস্থায় পদটি শূন্য ঘোষণা করা হয়। তবে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। 

পটুয়াখলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী সদরের বদরপুর ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা; ট্যাক্সের চার লাখ ৭২ হাজার ২৭০ টাকা আদায়ে রেজিস্ট্রার ও ক্যাশ বইয়ের সঙ্গে মিল না থাকা; গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা; ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতা; ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা; ইউপি সচিবকে দৈনদিন কার্যক্রম করতে না দেওয়ার অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে। এ ছাড়া ইউপির ১১ জন সদস্যের অনাস্থা প্রস্তাবে সরেজমিন আলোচনায়ও অভিযোগের সত্যতা মিলেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পটুয়াখালীর জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠান। প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয় এবং জনস্বার্থে বদরপুর ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫ (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া বলেন, ‘আসলে আমার সচিব সরাসরি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।  তাই তাঁরা এই অভিযোগ গ্রহণ করেছেন। একজন সরকারি কর্মচারী আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন না। আমি এর বিরুদ্ধে আপিল করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত