পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদরের বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। তাঁর বিরুদ্ধে ইউপি সদস্যদের আনা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং ইউপি সদস্যদের অনাস্থায় পদটি শূন্য ঘোষণা করা হয়। তবে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
পটুয়াখলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী সদরের বদরপুর ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা; ট্যাক্সের চার লাখ ৭২ হাজার ২৭০ টাকা আদায়ে রেজিস্ট্রার ও ক্যাশ বইয়ের সঙ্গে মিল না থাকা; গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা; ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতা; ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা; ইউপি সচিবকে দৈনদিন কার্যক্রম করতে না দেওয়ার অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে। এ ছাড়া ইউপির ১১ জন সদস্যের অনাস্থা প্রস্তাবে সরেজমিন আলোচনায়ও অভিযোগের সত্যতা মিলেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পটুয়াখালীর জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠান। প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয় এবং জনস্বার্থে বদরপুর ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়।
এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫ (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া বলেন, ‘আসলে আমার সচিব সরাসরি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তাই তাঁরা এই অভিযোগ গ্রহণ করেছেন। একজন সরকারি কর্মচারী আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন না। আমি এর বিরুদ্ধে আপিল করব।’
পটুয়াখালী সদরের বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। তাঁর বিরুদ্ধে ইউপি সদস্যদের আনা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং ইউপি সদস্যদের অনাস্থায় পদটি শূন্য ঘোষণা করা হয়। তবে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
পটুয়াখলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী সদরের বদরপুর ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা; ট্যাক্সের চার লাখ ৭২ হাজার ২৭০ টাকা আদায়ে রেজিস্ট্রার ও ক্যাশ বইয়ের সঙ্গে মিল না থাকা; গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা; ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতা; ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা; ইউপি সচিবকে দৈনদিন কার্যক্রম করতে না দেওয়ার অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে। এ ছাড়া ইউপির ১১ জন সদস্যের অনাস্থা প্রস্তাবে সরেজমিন আলোচনায়ও অভিযোগের সত্যতা মিলেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পটুয়াখালীর জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠান। প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয় এবং জনস্বার্থে বদরপুর ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়।
এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫ (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া বলেন, ‘আসলে আমার সচিব সরাসরি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তাই তাঁরা এই অভিযোগ গ্রহণ করেছেন। একজন সরকারি কর্মচারী আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন না। আমি এর বিরুদ্ধে আপিল করব।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে