Ajker Patrika

বাউফলে সাংবাদিকের ওপর হামলা

বাউফলে সাংবাদিকের ওপর হামলা

পটুয়াখালীর বাউফল উপজেলায় সিদ্দিকুর রহমান (৩৮) নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার কালাইয়া বন্দরের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

সিদ্দিকুর রহমান দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাংবাদিক সিদ্দিকুর রহমান ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কালাইয়া বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পূবালী ব্যাংকের অদূরে যাওয়া মাত্রই স্থানীয় একটি শিশু দৌড়ে মোটরসাইকেলের ওপর পড়ে। মোটরসাইকেল থামিয়ে দ্রুত সাংবাদিক সিদ্দিক ওই শিশুটিকে কোলে তুলে নিলে বড় ধরনের কোনো দুর্ঘটনা না হওয়ায় শিশুটিকে তাঁর বাবা-মা নিয়ে যান। 

এ সময় স্থানীয় দুই যুবক মিরাজ ও মানিক এসে ঘটনাটি নিয়ে সাংবাদিক সিদ্দিকের সঙ্গে বিতর্কে  জড়িয়ে পড়েন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে সিদ্দিকের ওপর তারা চড়াও হয়ে বেধড়ক কিল-ঘুষি মারতে থাকেন। পরে মানিক একটি লোহার পাইপ এনে সিদ্দিকের মাথায় আঘাত করলে সিদ্দিকের বাম চোখের ওপরে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা দ্রুত সিদ্দিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘যে শিশুটি দৌড়ে এসে গাড়ির সঙ্গে ধাক্কা খায়, সে শিশুটি কোনো ব্যথা না পাওয়ায় আমি কোলে তুলে তার বাবার কাছে দিই। শিশুটির বাবার কোনো অভিযোগ না থাকলেও কোনো কারণ ছাড়াই ওই দুই যুবক আমার ওপর হামলা করে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

বিষয়টি জানার জন্য মিরাজ ও মানিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত