দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় নিজ ঘরে নামাজ পড়া অবস্থায় এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম মোসা. আমেনা বেগম (৬২)। তিনি ওই এলাকার মো. ইউনূস মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরে আমেনা ও তাঁর স্বামী ইউনূস থাকেন। রাতে ইউনূস তারাবির নামাজ পড়তে মসজিদে যান। আমেনা ঘরে নামাজ পড়ছিলেন। ভুলবশত তিনি দরজার ছিটকিনি দেননি। দরজা খোলা পেয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে পেছন থেকে বৃদ্ধার মাথায় কোপ ও ঘাড়ে বাড়ি দেয়। এতে তিনি চিৎকার দিয়ে জায়নামাজের ওপর সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে কাউকে পাননি। তাঁরা দেখেন, আমেনার মাথা থেকে রক্ত ঝরছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল বিন হালিম আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন আমেনাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় চারটি ও ঘাড়ে একটি সেলাই লাগে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আমেনার স্বামী ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। হয়তো আমার অনুপস্থিতে ঘরের মালপত্র চুরি করার জন্য আমার স্ত্রীর ওপর হামলা করেছে। তবে সে চিৎকার করায় পালিয়ে যায়।’
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
পটুয়াখালীর দশমিনায় নিজ ঘরে নামাজ পড়া অবস্থায় এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম মোসা. আমেনা বেগম (৬২)। তিনি ওই এলাকার মো. ইউনূস মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরে আমেনা ও তাঁর স্বামী ইউনূস থাকেন। রাতে ইউনূস তারাবির নামাজ পড়তে মসজিদে যান। আমেনা ঘরে নামাজ পড়ছিলেন। ভুলবশত তিনি দরজার ছিটকিনি দেননি। দরজা খোলা পেয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে পেছন থেকে বৃদ্ধার মাথায় কোপ ও ঘাড়ে বাড়ি দেয়। এতে তিনি চিৎকার দিয়ে জায়নামাজের ওপর সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে কাউকে পাননি। তাঁরা দেখেন, আমেনার মাথা থেকে রক্ত ঝরছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল বিন হালিম আজকের পত্রিকাকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন আমেনাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় চারটি ও ঘাড়ে একটি সেলাই লাগে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আমেনার স্বামী ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। হয়তো আমার অনুপস্থিতে ঘরের মালপত্র চুরি করার জন্য আমার স্ত্রীর ওপর হামলা করেছে। তবে সে চিৎকার করায় পালিয়ে যায়।’
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে