Ajker Patrika

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৭ 

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৭ 

ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি সাগর নন্দীনি-৩ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে সুকানি কামরুল ইসলাম নিহত হয়েছেন। এ ছাড়া দগ্ধ হয়েছেন আরও ৭ জন কর্মচারী। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। 

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জাহাজের পাম্প রুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এতে জাহাজের ৮ জন কর্মচারী দগ্ধ হন। এর মধ্যে সুকানি কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দগ্ধ আরও ৭ জনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ছাড়া অগ্নিকাণ্ডের পর জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজে থাকা তেল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত