ভোলা প্রতিনিধি
নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যার চেষ্টা করেন ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মো. মিলন চৌধুরী।
গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষ পান করেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাঁর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালেদা ইসলাম মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিলন চৌধুরী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে সদর হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান চিকিৎসক।
মেম্বার প্রার্থী মো. মিলন চৌধুরীর ছেলে ইমরান হাসান অপি জানান, বিকেলের দিকে ৬নং ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার তাদের বাড়িতে এসে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি পরিচয় দিয়ে তার বাবাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তারা আরও জানায়, ইউনিয়ন আ. লীগ থেকে বলা হয়েছে মিলন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের গিয়াস উদ্দিনকে দল থেকে মনোনীত করা হয়েছে। তাকেই এবার মেম্বার নির্বাচিত করতে হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে নির্বাচনের দিন যদি কোনো সহিংসতা ঘটে তাহলে সেই দায় ইউনিয়ন আ. লীগ নেবে না। এতে লজ্জায় ও ক্ষোভে নিজের ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন মিলন চৌধুরী।
মিলন চৌধুরীর চাচাতো ভাই মো. আরিফুর রহমান জানান, ''তাঁর চাচাতো ভাইয়ের ৮০ ভাগ জনসমর্থন রয়েছে। তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আ. লীগের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তারা সুষ্ঠু নির্বাচন দাবি করেন।
প্রার্থী মিলন চৌধুরী বলেন, 'আমি এত দিন ধরে এলাকায় গণসংযোগ করেছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। তাদের এই হুমকিতে আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে জনগণকে কী জবাব দেব? তাই ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছি।'
ভোলা সদর মডেল থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দৌলতখান থানা থেকে খবর পেয়ে তারা সদর হাসপাতালে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী মেম্বার প্রার্থীর তথ্য সংগ্রহ করেছেন। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।
নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যার চেষ্টা করেন ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মো. মিলন চৌধুরী।
গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষ পান করেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাঁর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালেদা ইসলাম মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিলন চৌধুরী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে সদর হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান চিকিৎসক।
মেম্বার প্রার্থী মো. মিলন চৌধুরীর ছেলে ইমরান হাসান অপি জানান, বিকেলের দিকে ৬নং ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার তাদের বাড়িতে এসে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি পরিচয় দিয়ে তার বাবাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তারা আরও জানায়, ইউনিয়ন আ. লীগ থেকে বলা হয়েছে মিলন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের গিয়াস উদ্দিনকে দল থেকে মনোনীত করা হয়েছে। তাকেই এবার মেম্বার নির্বাচিত করতে হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে নির্বাচনের দিন যদি কোনো সহিংসতা ঘটে তাহলে সেই দায় ইউনিয়ন আ. লীগ নেবে না। এতে লজ্জায় ও ক্ষোভে নিজের ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন মিলন চৌধুরী।
মিলন চৌধুরীর চাচাতো ভাই মো. আরিফুর রহমান জানান, ''তাঁর চাচাতো ভাইয়ের ৮০ ভাগ জনসমর্থন রয়েছে। তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আ. লীগের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তারা সুষ্ঠু নির্বাচন দাবি করেন।
প্রার্থী মিলন চৌধুরী বলেন, 'আমি এত দিন ধরে এলাকায় গণসংযোগ করেছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। তাদের এই হুমকিতে আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে জনগণকে কী জবাব দেব? তাই ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছি।'
ভোলা সদর মডেল থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দৌলতখান থানা থেকে খবর পেয়ে তারা সদর হাসপাতালে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী মেম্বার প্রার্থীর তথ্য সংগ্রহ করেছেন। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।
মাদকের কারবার, কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ, ব্যক্তি আক্রোশ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সন্ত্রাসী গ্রুপের বিরোধে খুলনা নগরীতে বাড়ছে বিভিন্ন অপরাধ। গত ১১ মাসে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানায় ৩০টির বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
৬ ঘণ্টা আগে‘বান হইলে যে ক্ষতি হয়, না হইলে আমগো এর চেয়ে বেশি ক্ষতি হয়। চরের জমিতে ধান, কলাই আর আগাম বাদাম ফলানো যায় না। এবার সময়মতো বান না হওয়ায় চরে এগুলা আবাদ করা যায় নাই। ধান না হইলে মাইনষের খাওনের কষ্ট হইব।’ বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি বৃষ্টি আর বন্যার দেখা না মেলায় কৃষির ক্ষতি নিয়ে কথাগুলো...
৬ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে সড়কে পিচ ঢালাইয়ের জন্য জ্বালানি তেল (ফার্নেস অয়েল) ও ইটভাটায় ব্যবহৃত কালি। আবাদি জমিতে স্থাপিত এই কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতির মুখে পড়েছে।
৭ ঘণ্টা আগেএত দিন কুড়িগ্রাম থেকে গাইবান্ধার পলাশবাড়ী পয়েন্ট দিয়ে ঢাকায় যাতায়াত করতে হতো। রংপুর হয়ে পলাশবাড়ী যেতে অতিক্রম করতে হতো প্রায় ১৩০ কিলোমিটার পথ। এখনো একই পথে যাতায়াত করতে হবে। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে সংযুক্ত করা মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের ফলে কুড়িগ্রাম-পলাশবাড়ীর...
৭ ঘণ্টা আগে