Ajker Patrika

ভোলায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৪: ৪২
ভোলায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

ভোলায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (২৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার তুলাতুলি এলাকার ভোলা-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।

নিহত ইসমাইল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৮টার দিকে ওই এলাকার ভোলা-লক্ষ্মীপুর সড়কে যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিজিবি সদস্য ইসমাইল হোসেন। এ সময় আরও তিনজন আহত হন।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ সময় চান মিয়া নামে এক ট্রাকচালককে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত