বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাত বছরের নাতনিকে নির্যাতনের অভিযোগে দাদি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ সোমবার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মাঝি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই এলাকার মো. ইউনুসের স্ত্রী এবং তানিশার দাদি। এ ঘটনায় শনিবার রাতে ওই শিশুর মা সোনিয়া বেগম থানায় মামলা করেন।
সোনিয়া বেগম জানান, ছয় বছর আগে তানিশার বাবা মো. হারুনের সঙ্গে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তানিশা তাঁর কাছে থাকত। দুই মাস আগে মেয়ের দেখভালের কথা বলে বাড়িতে নেন তার বাবা হারুন। এরপর বিভিন্ন সময়ে তাকে নির্যাতনের খবর পাচ্ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল হারানোর অজুহাতে দাদি মনোয়ারা বেগম তানিশাকে মারধর করেন। চুল ধরে এলোপাতাড়ি মাটিতে আছাড় মারেন। পরে প্লায়ার্স দিয়ে নাতনির ডান হাতের তর্জনী আঙুল টেনে জখম করেন। গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের চিত্র প্রতিবেশীরা মোবাইল ফোনে ভিডিও করেন। খবর পেয়ে শিশুটির মা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল রোববার মনোয়ারা বেগম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাত বছরের নাতনিকে নির্যাতনের অভিযোগে দাদি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ সোমবার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মাঝি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই এলাকার মো. ইউনুসের স্ত্রী এবং তানিশার দাদি। এ ঘটনায় শনিবার রাতে ওই শিশুর মা সোনিয়া বেগম থানায় মামলা করেন।
সোনিয়া বেগম জানান, ছয় বছর আগে তানিশার বাবা মো. হারুনের সঙ্গে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তানিশা তাঁর কাছে থাকত। দুই মাস আগে মেয়ের দেখভালের কথা বলে বাড়িতে নেন তার বাবা হারুন। এরপর বিভিন্ন সময়ে তাকে নির্যাতনের খবর পাচ্ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল হারানোর অজুহাতে দাদি মনোয়ারা বেগম তানিশাকে মারধর করেন। চুল ধরে এলোপাতাড়ি মাটিতে আছাড় মারেন। পরে প্লায়ার্স দিয়ে নাতনির ডান হাতের তর্জনী আঙুল টেনে জখম করেন। গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের চিত্র প্রতিবেশীরা মোবাইল ফোনে ভিডিও করেন। খবর পেয়ে শিশুটির মা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল রোববার মনোয়ারা বেগম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
৪০ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে