নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে ৮২ দফা দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে স্বল্পমেয়াদি ৪১টি, দীর্ঘমেয়াদি ২১টি ও শিক্ষার আধুনিকায়নের জন্য ২০টি দাবি উত্থাপন করা হয়। গতকাল শনিবার রাতে লিখিতভাবে এসব দাবি পেশ করেন শিক্ষার্থীরা। তবে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র ও শিক্ষকেরা এসব দাবি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ববি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ নভেম্বর অধ্যাপক ড. সাদেকুল আরেফিন উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর তাঁর কাছে ১৭ দফা দাবি জানান শিক্ষার্থীরা। ২০২৪ সালের ৪ মার্চ উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া যোগদানের পর তাঁর কাছে ১৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সরকার পরিবর্তনের পর গত বছরের ২৩ সেপ্টেম্বর উপাচার্যের দায়িত্ব নেওয়া প্রফেসর ড. শুচিতা শরমিনকে ২২ দফা দাবি জানানো হয়।
ওই তিন উপাচার্যকে দেওয়া দাবিগুলোর একটিও পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন হয়নি। নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে এবার ৮২ দফা দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের কাছে উন্মুক্তভাবে দাবিগুলোর তালিকা আহ্বান করা হয়েছিল। প্রায় ৪০০ দাবি উঠে আসে। এর মধ্য থেকে ৮২টি দাবি গতকাল রাত ৯টায় উপাচার্যের কাছে পেশ করা হয়েছে। উপাচার্য ২৮ মে শিক্ষার্থীদের নিয়ে এ-সংক্রান্ত সভা করতে পারেন।’
ভিসিবিরোধী অধিকাংশ আন্দোলনে সামনের সারিতে থাকা শিক্ষার্থী সুজয় শুভ আজকের পত্রিকাকে জানান, বিগত সময়ে এক শ্রেণির শিক্ষক ও কর্মকর্তার রাজনীতির কারণে তাঁদের সব দাবি আটকে গেছে। এবারের ৮২ দফা দাবি বাস্তবায়নেও সংশয় রয়েছে। তিনি বলেন, ‘বর্তমান ভিসি যাঁদের নিয়ে কার্যক্রম চালাচ্ছেন, তাঁরা পুরোনো সেটআপ। তাঁদের রেখে ভিসি কী করে ছাত্রদের দাবি বাস্তবায়ন করবেন? এই সেটআপ তো শিক্ষার্থীবান্ধব নয়। আমরা নতুন ভিসি আসার পরপরই তাঁর সেটআপ পরিবর্তনের কথা বলেছি, কিন্তু তিনি তা করেননি।’
সাম্প্রতিক আন্দোলনে শিক্ষকদের নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু স্বাদ ও সাধ্যের মধ্যে দড়ি টানাটানি চলবে। আমরা কতটা আন্তরিক তা বড় কথা।’ তিনি জানান, ফ্যাসিস্টদের সেটআপ দিয়ে ববি এখনও চলছে। দোসরদের চেয়ারে বসিয়ে এই পরিবেশে শিক্ষার্থীদের ৮২টি দাবি বাস্তবায়ন অসম্ভব।
ববির আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক এক ছাত্র বলেন, সাবেক ভিসি সাদেকুল আরেফিনের সময় ১৭ দফা দাবি তোলা হয়। কিন্তু তা বাস্তবায়ন তো হয়ইনি, বরং তাঁরা হামলার শিকার হয়েছেন।
এ ব্যাপারে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমকে মোবাইল ফোনে কল দেওয়া হয়। আজকের পত্রিকাকে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবিনামা নিয়ে নানা প্রশ্ন করছেন গণমাধ্যমকর্মীরা। এসব দাবি নিয়ে কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসেন সামনাসামনি বলি।’
উল্লেখ্য, অব্যাহতি দেওয়া সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সময়ে নানা দাবিতে অস্থিতিশীল ছিল ববি। তাঁর বিরুদ্ধে আওয়ামী দোসরদের প্রশ্রয় দেওয়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা, নিয়োগ-বাণিজ্যসহ নানা অভিযোগ করেন শিক্ষার্থীরা। টানা ২৯ দিন ছাত্রদের সঙ্গে শিক্ষকদের একাত্মতায় গড়ে ওঠা আন্দোলনের মুখে ১৩ মে শিক্ষা মন্ত্রণালয় ড. শুচিতাকে অব্যাহতি দেয়। একই দিন ববির উপাচার্য হিসেবে অন্তর্বর্তীকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে ৮২ দফা দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে স্বল্পমেয়াদি ৪১টি, দীর্ঘমেয়াদি ২১টি ও শিক্ষার আধুনিকায়নের জন্য ২০টি দাবি উত্থাপন করা হয়। গতকাল শনিবার রাতে লিখিতভাবে এসব দাবি পেশ করেন শিক্ষার্থীরা। তবে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র ও শিক্ষকেরা এসব দাবি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ববি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ নভেম্বর অধ্যাপক ড. সাদেকুল আরেফিন উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পর তাঁর কাছে ১৭ দফা দাবি জানান শিক্ষার্থীরা। ২০২৪ সালের ৪ মার্চ উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া যোগদানের পর তাঁর কাছে ১৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সরকার পরিবর্তনের পর গত বছরের ২৩ সেপ্টেম্বর উপাচার্যের দায়িত্ব নেওয়া প্রফেসর ড. শুচিতা শরমিনকে ২২ দফা দাবি জানানো হয়।
ওই তিন উপাচার্যকে দেওয়া দাবিগুলোর একটিও পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন হয়নি। নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে এবার ৮২ দফা দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের কাছে উন্মুক্তভাবে দাবিগুলোর তালিকা আহ্বান করা হয়েছিল। প্রায় ৪০০ দাবি উঠে আসে। এর মধ্য থেকে ৮২টি দাবি গতকাল রাত ৯টায় উপাচার্যের কাছে পেশ করা হয়েছে। উপাচার্য ২৮ মে শিক্ষার্থীদের নিয়ে এ-সংক্রান্ত সভা করতে পারেন।’
ভিসিবিরোধী অধিকাংশ আন্দোলনে সামনের সারিতে থাকা শিক্ষার্থী সুজয় শুভ আজকের পত্রিকাকে জানান, বিগত সময়ে এক শ্রেণির শিক্ষক ও কর্মকর্তার রাজনীতির কারণে তাঁদের সব দাবি আটকে গেছে। এবারের ৮২ দফা দাবি বাস্তবায়নেও সংশয় রয়েছে। তিনি বলেন, ‘বর্তমান ভিসি যাঁদের নিয়ে কার্যক্রম চালাচ্ছেন, তাঁরা পুরোনো সেটআপ। তাঁদের রেখে ভিসি কী করে ছাত্রদের দাবি বাস্তবায়ন করবেন? এই সেটআপ তো শিক্ষার্থীবান্ধব নয়। আমরা নতুন ভিসি আসার পরপরই তাঁর সেটআপ পরিবর্তনের কথা বলেছি, কিন্তু তিনি তা করেননি।’
সাম্প্রতিক আন্দোলনে শিক্ষকদের নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু স্বাদ ও সাধ্যের মধ্যে দড়ি টানাটানি চলবে। আমরা কতটা আন্তরিক তা বড় কথা।’ তিনি জানান, ফ্যাসিস্টদের সেটআপ দিয়ে ববি এখনও চলছে। দোসরদের চেয়ারে বসিয়ে এই পরিবেশে শিক্ষার্থীদের ৮২টি দাবি বাস্তবায়ন অসম্ভব।
ববির আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক এক ছাত্র বলেন, সাবেক ভিসি সাদেকুল আরেফিনের সময় ১৭ দফা দাবি তোলা হয়। কিন্তু তা বাস্তবায়ন তো হয়ইনি, বরং তাঁরা হামলার শিকার হয়েছেন।
এ ব্যাপারে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলমকে মোবাইল ফোনে কল দেওয়া হয়। আজকের পত্রিকাকে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবিনামা নিয়ে নানা প্রশ্ন করছেন গণমাধ্যমকর্মীরা। এসব দাবি নিয়ে কী ভাবছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসেন সামনাসামনি বলি।’
উল্লেখ্য, অব্যাহতি দেওয়া সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সময়ে নানা দাবিতে অস্থিতিশীল ছিল ববি। তাঁর বিরুদ্ধে আওয়ামী দোসরদের প্রশ্রয় দেওয়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা, নিয়োগ-বাণিজ্যসহ নানা অভিযোগ করেন শিক্ষার্থীরা। টানা ২৯ দিন ছাত্রদের সঙ্গে শিক্ষকদের একাত্মতায় গড়ে ওঠা আন্দোলনের মুখে ১৩ মে শিক্ষা মন্ত্রণালয় ড. শুচিতাকে অব্যাহতি দেয়। একই দিন ববির উপাচার্য হিসেবে অন্তর্বর্তীকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদন করায় মেসার্স জনতা সল্ট মিলসমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ মে) বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএসটিআই কুমিল্লা অফিস ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
১৭ মিনিট আগেফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালানবিরোধী টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ, পান, মসলা, ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। জব্দ করা মালপত্রের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
১ ঘণ্টা আগেনাটোরের লালপুরে হাট-বাজার ইজারার নামে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী। রোববার (২৫ মে) উপজেলার লালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
১ ঘণ্টা আগেবিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সার
১ ঘণ্টা আগে