Ajker Patrika

পটুয়াখালীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ 

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ১৪: ৩৫
পটুয়াখালীতে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন বিভাগের সংরক্ষিত খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত খালে এ ঘটনা ঘটে। আহতদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে।

জানা গেছে, সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত বনের খালে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় দুটি পক্ষ সেখানে মাছ ধরার জন্য যায়। ওই খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, ‘বন্যপ্রাণী রক্ষায় ওই অঞ্চালকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। সেখানে মাছ শিকারের কোনো সুযোগ নেই। দুই পক্ষই বেআইনিভাবে বনে ঢুকেছে।’

এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহম্মাদ মিজান বলেন, ‘সোনারচর বনের খালের মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের পাঁচজন ও আরেক পক্ষের তিনজন আহত হন। এ ঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২০ মার্চ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় মৎস্য ও বনজ সম্পদ রক্ষায় উপজেলার সোনারচর অভয়ারণ্যসহ বন বিভাগের আওতাধীন খালে মাছ শিকারের জন্য অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত