Ajker Patrika

যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১, আহত ১৫ 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৭: ৩৮
যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১, আহত ১৫ 

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। আজ শানিবার বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের হেলপার আলামিন হাওলাদার (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন । 

আহতদের মধ্যে রয়েছেন খাদিজা বেগম (২৫), ফাতেমা বেগম (৬৫), শিফাত (৯), সিয়াম (৯), লামিয়া খানম (২৮), জাকিয়া খানম (১৩), সাকিলা (১০), আরিফ (১০), গৌরনদীর আশোকাঠি গ্রামের মাহামুদা জাহান (৫০), বিল্বগ্রাম এলাকার বেনু বেগম (৬৫), আগৈলঝাড়ার পতিহার গ্রামের সুনীল বিম্বাস (৬০), নমিতা বিশ্বাস (৫২), বাগধা গ্রামের সাহিদা বেগম (৫৫)। গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

বিষয়টি নিশ্চত করেছেন গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুকুরে সেচ দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী রবিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ৪০-৪২ জন যাত্রী নিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আজ শনিবার সকাল ৭টার দিকে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বাসটি বেলা পৌনে ১১টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দেয়। এ সময় সামনের একটি মাহেদ্রাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত