Ajker Patrika

খালে বিষ প্রয়োগ বন্ধের দাবিতে ঝালকাঠি জেলা প্রশাসককে স্মারকলিপি

প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২১, ১০: ০০
খালে বিষ প্রয়োগ বন্ধের দাবিতে ঝালকাঠি জেলা প্রশাসককে স্মারকলিপি

ঝালকাঠি: বিষ প্রয়োগ করে মাছ ধরার প্রতিবাদে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিবেশ বিষয়ক সংগঠন 'ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের' এ স্মারকলিপি দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পরপরই এ এলাকার বিভিন্ন খালে বিষ প্রয়োগ করা হয়। এতে মাছ মারা গিয়ে বা আধামরা হয়ে ভেসে উঠলে শিকারিরা তা তুলে নেন। পরে এ মাছগুলো বিক্রি করা হয়। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসেও সদর উপজেলার পোনাবালিয়ার ভাড়ানী খাল, দেউড়ি খাল ও গুরুধাম খালে বিষ প্রয়োগ করা হয়। এ বিষ প্রয়োগে ছোট, বড় সব ধরনের মাছ মারা যায়, অন্যান্য জলজ প্রাণীও হুমকির মুখে পড়ে। নদীর পানিতে থাকা প্রাকৃতিক খাদ্য ক্ষতিগ্রস্ত হয়। বিষাক্ত মাছ খেয়ে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ে।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ঝালকাঠি জেলার সমন্বয়ক তন্ময় চন্দ অভি জানান, প্রতি বছরই বিভিন্ন খালে বিষ ঢেলে মাছ শিকার করা হয়। কিন্তু যারা এসব কাজ করছে তাঁদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা অহরহ ঘটছে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসেও বিষ দিয়ে মাছ শিকারের খবর জানতে পেরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করলাম। এ সময় যুব রেড ক্রিসেন্ট ঝালকাঠি জেলার স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় প্রধান মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত