খান রফিক, বরিশাল
এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়লেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। মাত্র এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আট বছর পর ইতালির রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২২ সালের ২ সেপ্টেম্বরে রেকর্ডটি করলেও সনদ পেয়েছেন গেল ডিসেম্বরে।
এর আগে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর নিপা এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
নগরীর কলেজ রোড এলাকার আব্দুর রশিদের মেয়ে নুসরাত জাহান নিপা (২৪) নগরীর এআরএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং অনার্স-মাস্টার্স সরকারি ব্রজমোহন কলেজ থেকে শেষ করেছেন। বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত।
এ বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান নিপা আজকের পত্রিকাকে বলেন, ‘এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আট বছর পর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা কঠিন ছিল। অনেক অনুশীলন করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময়ও লেগেছে।’
তিনি বলেন, ‘মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে সামনে নতুন কিছু করার চেষ্টা করব।’
নিপা আরও বলেন, ‘আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি। এ নিয়ে দুইবার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে বাংলাদেশ ও বরিশালের সম্মান বেড়েছে।’
এদিকে পরপর দুইবার বিশ্ব রেকর্ডে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পরিচিত জনেরা। কেননা বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুইবার বিশ্ব রেকর্ড করেছেন।
এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়লেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। মাত্র এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আট বছর পর ইতালির রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২২ সালের ২ সেপ্টেম্বরে রেকর্ডটি করলেও সনদ পেয়েছেন গেল ডিসেম্বরে।
এর আগে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর নিপা এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
নগরীর কলেজ রোড এলাকার আব্দুর রশিদের মেয়ে নুসরাত জাহান নিপা (২৪) নগরীর এআরএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং অনার্স-মাস্টার্স সরকারি ব্রজমোহন কলেজ থেকে শেষ করেছেন। বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত।
এ বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান নিপা আজকের পত্রিকাকে বলেন, ‘এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আট বছর পর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা কঠিন ছিল। অনেক অনুশীলন করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময়ও লেগেছে।’
তিনি বলেন, ‘মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে সামনে নতুন কিছু করার চেষ্টা করব।’
নিপা আরও বলেন, ‘আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি। এ নিয়ে দুইবার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে বাংলাদেশ ও বরিশালের সম্মান বেড়েছে।’
এদিকে পরপর দুইবার বিশ্ব রেকর্ডে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পরিচিত জনেরা। কেননা বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুইবার বিশ্ব রেকর্ড করেছেন।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
১৩ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৮ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে