পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ উঠেছে। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল (হাতপাখা) ইউনিয়নের বিভিন্ন স্থানে মাহফিলের নামে নির্বাচনী সভা করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এ সময় ধর্মের দোহাই দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। কোথাও কোথাও জিহাদের ঘোষণাও দিচ্ছেন এবং হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে বলা হচ্ছে। যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী হেমায়েত উদ্দীন হিরণ বলেন, ‘আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তাঁরা বলছেন, হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এ ছাড়া হাতপাখায় ভোট দেওয়ার মাধ্যমে জিহাদের সওয়াব পাওয়া যাবে বলেও তাঁরা প্রচার চালাচ্ছেন। এর প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি।’
এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এসব অভিযোগের কেউ প্রমাণ দিতে পারলে আমি নিজেই প্রার্থিতা থেকে সরে দাঁড়াব। এসব গুজব, গুজবে কান দেবেন না।’
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি এবং অভিযোগের সত্যতা যাচাই করতে থানা-পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ উঠেছে। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল (হাতপাখা) ইউনিয়নের বিভিন্ন স্থানে মাহফিলের নামে নির্বাচনী সভা করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এ সময় ধর্মের দোহাই দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। কোথাও কোথাও জিহাদের ঘোষণাও দিচ্ছেন এবং হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে বলা হচ্ছে। যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী হেমায়েত উদ্দীন হিরণ বলেন, ‘আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তাঁরা বলছেন, হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এ ছাড়া হাতপাখায় ভোট দেওয়ার মাধ্যমে জিহাদের সওয়াব পাওয়া যাবে বলেও তাঁরা প্রচার চালাচ্ছেন। এর প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি।’
এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এসব অভিযোগের কেউ প্রমাণ দিতে পারলে আমি নিজেই প্রার্থিতা থেকে সরে দাঁড়াব। এসব গুজব, গুজবে কান দেবেন না।’
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি এবং অভিযোগের সত্যতা যাচাই করতে থানা-পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৬ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩০ মিনিট আগে