Ajker Patrika

‘আমি আমার ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারি নাই’, বললেন সমন্বয়ক পরিচয় দেওয়া যুবক

বরগুনা প্রতিনিধি
সিনহা রহমান। ছবি: সংগৃহীত
সিনহা রহমান। ছবি: সংগৃহীত

বরগুনায় একটি কাপড়ের দোকানে সমন্বয়ক পরিচয়ে ঢুকে এক যুবক ব্যবসায়ীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে মারধরের ঘটনার কয়েক ঘণ্টা পরে সিনহা রহমান নামের ওই যুবক ফেসবুক লাইভে এ নিয়ে মুখ খুলেছেন।

সিনহা বলেন, ‘আমার আম্মু ও ছোট বোন তারা বাজারে যায়, একটা ছোট্ট বাচ্চা দৌড়ে এসে আমার ছোট বোনের গায়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পড়ে ওই ছোট যে বাচ্চাটা, তার গার্জিয়ান আসে এসে আমার ছোট বোনকে বলে—তুই কীভাবে হাঁটতেছস, দেখে হাঁটতে পারস না। তখন আমার বোন বলে—‘‘আমি তো ওকে ধাক্কা দেইনি। ও এসে আমার ওপর পড়ে।’’ তখন আমার মা বলেন—ও বাচ্চা আর এও বাচ্চা, একটা অ্যাকসিডেন্ট ঘটেছে, এখানে কারোরই ইনটেশন নাই। তখন ওই লোকটি বলে—‘তুই কে? তুই যে জায়গা দিয়া আইছস, সেই জায়গায় হাঁটা দে। তখন আমার আম্মু বলেন—এ রকম বেয়াদবি করে কথা বলতেছেন কেন? তখন সেই লোকটা কমেন্ট করে, ‘জুতা দেখছস, তোকে জুতা দিয়া মারা উচিত।’ আমার আম্মু আত্মসম্মানের জায়গা থেকে ওখান থেকে চলে আসেন। যখন আমি বাসায় আসি, আর আমার মায়ের মুখ থেকে বিষয়টি জানতে পারি, তখন একজন সন্তান হিসেবে আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আমি ওখানে যাই, আমার মাকে নিয়েই যাই। গিয়ে লোকটার পরিচয় জানতে পারি। লেডিশ পয়েন্টের মালিক ওই লোকটা, আর লোকটার নাম হলো জসিম।’

ফেসবুক লাইভে অভিযুক্ত সমন্বয়ক আরও বলেন, ‘আমি ওখানে যাই, গিয়ে ওখানকার সেক্রেটারির সাথে দেখা হয়, এরপর ওই জসিম আঙ্কেলের জন্য এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করি। অনেকক্ষণ পরে উনি আসেন। এসে আমাদের সাথে সালিসব্যবস্থায় বসার কথা ওঠে। ব্যাপারটা এক্সপ্লেইন করছিল, আমার মা সবার সামনে বসে। তখন লাস্ট বাইটে মা বলেন, ‘‘আমাকে উনি কমেন্ট করেছেন জুতা দিয়া মারা উচিত।’’ উনি উঠে বলেন, ‘‘বলছি তাতে হইছে কী?’’

সিনহা বলেন, ‘আপনাদের কাছে প্রশ্ন, আমার মাকে আমার সামনে বসে অপমান করা হচ্ছে, একজন সন্তান হিসেবে কতটুকু সহ্য করার ক্ষমতা আল্লায় আমাকে দিছে? সত্যি কথা বলতে, আমি আমার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি নাই, আমি ওই দোকানদারের গায়ে হাত দেই, সত্যি কথা, একটুখানি বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।’

গতকাল শনিবার (২ আগস্ট) রাতে বরগুনা পৌর শহরের বিবি সড়কে লেডিস পয়েন্ট নামে একটি কাপড়ের দোকানে ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও নেতারা জানান, বরগুনা শহরের বস্ত্র ব্যবসায়ী জসিমের শিশুসন্তানের সঙ্গে ইয়াসমিন তানিয়া নামের এক পথচারী নারীর ধাক্কা লাগে। এতে জসিমের শিশুসন্তান ছিটকে পড়ে যায়। এ নিয়ে জসিম ও ওই নারীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়, যা নজরে আসে বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতাদের। বিষয়টি তাৎক্ষণিক সমাধানের জন্য উভয় পক্ষকে ডাকেন বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতারা। এ সময় সেখানে সমন্বয়ক পরিচয়ে লোকজন নিয়ে উপস্থিত হন ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান। উভয় পক্ষের কথোপকথনের একপর্যায়ে সিনহা ব্যবসায়ী জসিমের ওপর হামলা করেন। এতে শহরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন। এ বিষয়ে আলোচনা করে আজ পরবর্তী পদক্ষেপ নেবেন তাঁরা।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. জসিম বলেন, ‘আমি আমার বাচ্চাকে নিয়ে খাবার কিনতে যাচ্ছিলাম। এ সময় এক পথচারী নারী আমার বাচ্চাটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ ঘটনায় ওই নারী কোনো প্রকার সহানুভূতি না দেখিয়ে উল্টো বলেন, দেখে হাঁটতে পারো না। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর যে যার মতো চলে যাই। পরে ওই নারী তাঁর সমন্বয়ক দাবি করা ছেলেকে জানালে বিষয়টির মীমাংসা করতে আমাকে ডাকেন বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতারা। এরপর সেখানে উপস্থিত হলে সবার সামনেই আমাকে মারধর করে ওই নারীর সমন্বয়ক দাবি করা ছেলে সিনহা। আমি এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বলেন, ‘জসিমের সঙ্গে এক নারী পথচারীর বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষের বক্তব্য শোনার একপর্যায়ে ওই নারীর ছেলে সমন্বয়ক দাবি করা সিনহা ও সঙ্গে আরও একজন ছেলে দোকানে উঠে জসিমকে মারধর শুরু করেন। এ সময় আমরা যারা উপস্থিত ছিলাম, সবাই মিলে তাঁদের থামাই। এতে দোকান লুটের হাত থেকে রেহাই পেয়েছি। এ ঘটনার পরপরই আমরা ব্যবসায়ীরা সব দোকান বন্ধ করে দিয়েছি। এ ছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ ঘটনায় উপযুক্ত বিচার না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত