নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা হল ছেড়ে যাবেন না।
এদিকে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের পর রাতেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। এ কারণে আজ বুধবার ক্যাম্পাসে সুনসান নীরবতা বিরাজ করছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের ১৭ জুলাই বেলা ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে গতকাল মঙ্গলবার রাতে আবাসিক শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা হল ছাড়বেন না।
ববির ইংরেজি বিভাগের ছাত্র শেরেবাংলা হলের তরিকুল ইসলাম বলেন, ‘কোন যুক্তিতে হল ছাড়ব? হল ছেড়ে কী রাস্তায় থাকব?’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাঁদের কথা হয়েছে নির্বিঘ্নে তারা হলে থাকতে পারবেন। আজকেও তাঁদের কর্মসূচি আছে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ছাত্রী ফারিয়া সুলতানা লিজা বলেন, ‘আমরা হল ছাড়ব না। আমাদের ভাইরা সারা দেশে রক্তাক্ত। তাদের ছেড়ে যেতে পারি না। আমরা যৌক্তিক আন্দোলনে আছি, মাঠ ছাড়ব না।’
ববি ছাত্র সুজয় শুভ বলেন, ‘হল কেন ছাড়ব? হলটা তো আমাদের। আমার ভাইয়ের লাশ পড়েছে। দাবি আদায় না করে কোনো হলের ছাত্র-ছাত্রীই হল ছাড়ছে না।’
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় নিরাপত্তার স্বার্থে হল ও ক্যাম্পাস বন্ধ করার জন্য বলা হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ থাকবে।’
আজ বুধবার বরিশাল বিএম কলেজ ঘুরে দেখা গেছে সুনসান নীরবতা। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের মারধর করে বিতাড়িত করার পর রাতে অনেকেই হল ছেড়েছেন। কেউ কেউ আবার অবস্থান নিয়েছেন আশপাশের মেসে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ থাকবে এবং হলও ছেড়ে দিতে হবে। এর পরও তাঁরা ছাত্রদের নিরাপত্তায় সচেতন আছেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা হল ছেড়ে যাবেন না।
এদিকে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের পর রাতেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। এ কারণে আজ বুধবার ক্যাম্পাসে সুনসান নীরবতা বিরাজ করছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের ১৭ জুলাই বেলা ৩টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে গতকাল মঙ্গলবার রাতে আবাসিক শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা হল ছাড়বেন না।
ববির ইংরেজি বিভাগের ছাত্র শেরেবাংলা হলের তরিকুল ইসলাম বলেন, ‘কোন যুক্তিতে হল ছাড়ব? হল ছেড়ে কী রাস্তায় থাকব?’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাঁদের কথা হয়েছে নির্বিঘ্নে তারা হলে থাকতে পারবেন। আজকেও তাঁদের কর্মসূচি আছে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ছাত্রী ফারিয়া সুলতানা লিজা বলেন, ‘আমরা হল ছাড়ব না। আমাদের ভাইরা সারা দেশে রক্তাক্ত। তাদের ছেড়ে যেতে পারি না। আমরা যৌক্তিক আন্দোলনে আছি, মাঠ ছাড়ব না।’
ববি ছাত্র সুজয় শুভ বলেন, ‘হল কেন ছাড়ব? হলটা তো আমাদের। আমার ভাইয়ের লাশ পড়েছে। দাবি আদায় না করে কোনো হলের ছাত্র-ছাত্রীই হল ছাড়ছে না।’
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় নিরাপত্তার স্বার্থে হল ও ক্যাম্পাস বন্ধ করার জন্য বলা হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ থাকবে।’
আজ বুধবার বরিশাল বিএম কলেজ ঘুরে দেখা গেছে সুনসান নীরবতা। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের মারধর করে বিতাড়িত করার পর রাতে অনেকেই হল ছেড়েছেন। কেউ কেউ আবার অবস্থান নিয়েছেন আশপাশের মেসে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ থাকবে এবং হলও ছেড়ে দিতে হবে। এর পরও তাঁরা ছাত্রদের নিরাপত্তায় সচেতন আছেন।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১২ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৯ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৩ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৭ মিনিট আগে