নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ বকাউল (২৫) পিরোজপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত।
উপজেলার জগন্নাথকাঠি বাজারের ব্যবসায়ী মো. হুসাইনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ নভেম্বর থানায় তিনি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য জাহিদ গত ২৯ নভেম্বর ছারছীনা শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা পাঠাতে (সেন্ড মানি) বলেন। ওই নম্বর দুটিতে টাকা পাঠানোর পর দোকানি টাকা চাইলে জাহিদ বলেন, ‘ডিউটি শেষ করে দিতেছি।’ একপর্যায়ে টাকা না দিয়ে চলে গেলে দোকানি বিষয়টি থানায় জানান। পুলিশ তদন্ত সাপেক্ষে তাঁকে গ্রেপ্তার করে।
হুসাইন বলেন, ‘কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন।’ ওই পুলিশ সদস্য একইভাবে একটি দোকান থেকে ২০ হাজার ও আরেকটি দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছেন বলেও জানা গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পিরোজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ বকাউল (২৫) পিরোজপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত।
উপজেলার জগন্নাথকাঠি বাজারের ব্যবসায়ী মো. হুসাইনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ নভেম্বর থানায় তিনি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য জাহিদ গত ২৯ নভেম্বর ছারছীনা শরিফের মাহফিলে ডিউটি করার জন্য এসে ব্যবসায়ী মো. হুসাইনের দোকান থেকে দুটি বিকাশ নম্বরে ২১ হাজার ৮০০ টাকা পাঠাতে (সেন্ড মানি) বলেন। ওই নম্বর দুটিতে টাকা পাঠানোর পর দোকানি টাকা চাইলে জাহিদ বলেন, ‘ডিউটি শেষ করে দিতেছি।’ একপর্যায়ে টাকা না দিয়ে চলে গেলে দোকানি বিষয়টি থানায় জানান। পুলিশ তদন্ত সাপেক্ষে তাঁকে গ্রেপ্তার করে।
হুসাইন বলেন, ‘কেবল আমি একা নই। আমার মতো আরও কয়েকটি দোকান থেকে তিনি প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছেন।’ ওই পুলিশ সদস্য একইভাবে একটি দোকান থেকে ২০ হাজার ও আরেকটি দোকান থেকে ৩৪ হাজার ৩০০ টাকা নিয়েছেন বলেও জানা গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১২ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
৩৩ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে