Ajker Patrika

বরিশালে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২১: ০৯
বরিশালে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি

বরিশাল: বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) বিরুদ্ধে বরিশালে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থায়ী দোকানঘর নেই অথচ কাগজে-কলমে মুদি-মনোহারি ব্যবসায়ী—এমন ব্যক্তিদের টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এদের মাধ্যমে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

টিসিবির পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির জন্য বরিশাল জেলায় ১০৭ জন এবং মহানগরে ৭০ জন ডিলার রয়েছে। স্থায়ী মুদি ও মনোহারি ব্যবসায়ীরাই টিসিবির ডিলার হবেন বলে শর্ত রয়েছে টিসিবির নীতিমালায়। অথচ বরিশাল মহানগরে কমপক্ষে ২৫ জন ডিলার রয়েছেন, যারা প্রকৃত অর্থে মুদি বা মনোহারি ব্যবসায়ী নন। তাঁদের কোথাও কোনো দোকানঘরও নেই। শুধু একটি ট্রেড লাইসেন্স দিয়ে নানামুখী তদবির করে তাঁরা ডিলার নিয়োগ পেয়েছেন। সম্প্রতি এমন দুজন ডিলার চিহ্নিত করে তাদের পণ্য সরবরাহ স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন টিসিবির বরিশাল অফিসের প্রধান মো. শহিদুল ইসলাম।

বরিশাল টিসিবি ওএমএস ডিলার কল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান বলেন, টিসিবির পণ্য বিক্রিতে ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্তির প্রধান শর্ত হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির স্থায়ী দোকানঘর থাকতে হবে। দুটি কারণে এ নিয়ম রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় এবং ট্রাকে করে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধ থাকলেও ওই ডিলার যাতে নিজ দোকানঘর থেকে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন। তিনি বলেন, ‘বরিশাল টিসিবিতে অন্তত ২৫ জন ডিলার রয়েছেন, যাদের স্থায়ী দোকানঘর নেই। তারা রহস্যজনকভাবে ডিলারশিপ পেয়েছেন এবং বিক্রির জন্য তাদের নিয়মিত পণ্য সরবরাহ করছেন টিসিবি কর্মকর্তারা।’

স্থায়ী দোকানঘর না থাকা এই ডিলাররা ট্রাকে করে পণ্য বিক্রির পর বেঁচে যাওয়া পণ্য নিজস্ব দোকান থেকে বিক্রি করতে পারছেন না। এসব পণ্য বিক্রির জন্য তাঁদের নিতে হচ্ছে অবৈধ পন্থা। এ বিষয়ে বিবরিশাল টিসিবি-ওএমএস ডিলার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্রাম্যমাণ গাড়িতে বিক্রির পর অবিক্রিত পণ্য সংশ্লিষ্ট ডিলার তাঁর নিজ দোকানঘরে বিক্রি করার কথা। যেসব ডিলারের নিজস্ব দোকানঘর নেই, তাঁরা নিশ্চিত ওই পণ্য কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন।’

সার্বিক বিষয়ে বরিশাল টিসিবির বরিশাল অফিস প্রধান মো. শহিদুল ইসলাম বলেন, চার মাস আগে বরিশাল কার্যালয়ে যোগদানের পর সম্প্রতি তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। কয়েকজন ডিলারের অব্যবসায়ীসুলভ আচরণ দেখে তিনিও বুঝেছেন যে, এরা আসলে মৌসুমী ব্যবসায়ী। এসব ডিলার ক্রেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘ঈদ উল ফিতরের পর তিন সদস্যের কমিটি গঠন করে যেসব ব্যবসায়ীর স্থায়ী দোকানঘর নেই, তাদের চিহ্নিত করা হবে। পরে তাঁদের ডিলারশিপ বাতিলের জন্য টিসিবির কেন্দ্রীয় দপ্তরে সুপারিশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত