Ajker Patrika

বঙ্গোপসাগরের কুয়াকাটা অংশে ট্রলারডুবি, ৯ জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগরের কুয়াকাটা অংশে ট্রলারডুবি, ৯ জেলে নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ফের ১৫ জেলেসহ ‘এফবি নিশাত’ নামের একটি মাছধরা ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৯ জেলেসহ নিখোঁজ হয় ট্রলারটি। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পায়রা বন্দরের শেষ বয়ার ১৪ কিলোমিটার গভীরে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ জেলেরা হলেন—ফরহাদ, সোহেল, ইয়াসিন, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা ও আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। 

ডুবে যাওয়া ট্রলারের মাঝি শামিম জানান, গতকাল রাতে হঠাৎ ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি উল্টে যায়। এ সময় অন্য একটি ট্রলার তাঁকেসহ ৪ জেলেকে উদ্ধার করে। পরে বুধবার দুপুরে সুন্দরবন এলাকায় আরও দুই জেলের সন্ধান পাওয়া যায়। উদ্ধার হওয়া জেলেদের মহিপুর উপ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

 পায়রা বন্দর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কামাল পিও জানান, পায়রা বন্দর ও নিজামপুর কোস্টগার্ড ঝুঁকি নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। 

উল্লেখ্য, গত সোমবার রাত তিনটার দিকে ওই একই এলাকায় আরও দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত