নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফেসবুকে আপলোড করা ছবিতে রিঅ্যাক্ট দেওয়ায় সহপাঠীর মারধরে আহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জাকির হোসেন। আহতাবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা সড়কে ট্রাফিক পুলিশ বক্সের সামনে।
আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্ত আরিফ হোসেন শান্ত বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে তার সহপাঠী।
বিষয়টি শুনেছেন জানিয়ে ববির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের ছাত্র উপদেষ্টা পম্পা রানী মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের ঘটনা কাম্য নয়। আমি দু’জনের সঙ্গে কথা বলব।’
আহত শিক্ষার্থী জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তর পোস্ট করা ছবিতে তিনি ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছি। এরপরই শান্ত মেসেঞ্জারে অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছেন। পরে আমি কোথায় আছি তা জানতে চায়। ভোলার রোডে অবস্থানের কথা জানানো হলে সেখানে এসে আমাকে মারধর করেছে।’
আহতের আরেক সহপাঠী গোলাম রব্বানী বলেন, ‘গতকাল (সোমবার) রাত ১০টার দিকে আমি ভোলা সড়কে বাজার করতে যাই। হঠাৎ শান্ত এসে জাকিরকে কিল-ঘুষি লাথি দেওয়া শুরু করে। পরে বাম চোখে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে ববির প্রক্টর ড. আব্দুল কাইউম আজকের পত্রিকা বলেন, ‘ফেসবুকে দেওয়ার রিঅ্যাক্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না, জানি না। অভিযোগ পেলে তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফেসবুকে আপলোড করা ছবিতে রিঅ্যাক্ট দেওয়ায় সহপাঠীর মারধরে আহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জাকির হোসেন। আহতাবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা সড়কে ট্রাফিক পুলিশ বক্সের সামনে।
আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্ত আরিফ হোসেন শান্ত বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে তার সহপাঠী।
বিষয়টি শুনেছেন জানিয়ে ববির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের ছাত্র উপদেষ্টা পম্পা রানী মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের ঘটনা কাম্য নয়। আমি দু’জনের সঙ্গে কথা বলব।’
আহত শিক্ষার্থী জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তর পোস্ট করা ছবিতে তিনি ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছি। এরপরই শান্ত মেসেঞ্জারে অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছেন। পরে আমি কোথায় আছি তা জানতে চায়। ভোলার রোডে অবস্থানের কথা জানানো হলে সেখানে এসে আমাকে মারধর করেছে।’
আহতের আরেক সহপাঠী গোলাম রব্বানী বলেন, ‘গতকাল (সোমবার) রাত ১০টার দিকে আমি ভোলা সড়কে বাজার করতে যাই। হঠাৎ শান্ত এসে জাকিরকে কিল-ঘুষি লাথি দেওয়া শুরু করে। পরে বাম চোখে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে ববির প্রক্টর ড. আব্দুল কাইউম আজকের পত্রিকা বলেন, ‘ফেসবুকে দেওয়ার রিঅ্যাক্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না, জানি না। অভিযোগ পেলে তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
৩৩ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে