Ajker Patrika

ওমান থেকে আসা কুমিল্লার ব্যক্তির লাশ গেল পিরোজপুরে 

পিরোজপুর প্রতিনিধি
ওমান থেকে আসা কুমিল্লার ব্যক্তির লাশ গেল পিরোজপুরে 

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত পিরোজপুরে রাকীবুল হাসানের (৩০) লাশের পরিবর্তে এল একই সঙ্গে নিহত কুমিল্লার সাইফুল ইসলামের লাশ। লাশের বক্সের গায়ে নামের ভুলের কারণে অন্যজনের লাশ নিয়ে এসেছেন বলে জানায় প্রবাসী রাকীবুলের পরিবার।

রাকীবুল হাসান পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চালনা নামাজপুর গ্রামের আ. মালেক শেখের ছেলে।

প্রায় এক বছর আগে রাকীবুল হাসান চাকরির আশায় ওমানে পাড়ি জমান। রাকীবের ছয় মাসের জমজ শিশুসহ তিন কন্যা সন্তান রয়েছে। আজ বুধবার বিকেল ৫টার পর রাকিবের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

রাকীবুলের বাবা আ. মালেক শেখ জানান, গত ৬ এপ্রিল ওমান শহরে ট্রাক দুর্ঘটনায় নিহত হন রাকীবুল হাসান ও কুমিল্লার সাইফুল ইসলাম। আজ বুধবার সকালে ঢাকা বিমান বন্দর থেকে কফিনে ঢাকা রাকীবের মৃতদেহ ফ্রিজিং গাড়িতে গ্রামের বাড়ি পিরোজপুরে আনা হয়। এ সময় রাকিবের বাড়ির লোকজন কফিন খোলার পর অন্য একজনের লাশ দেখতে পান।

পরে খোঁজ নিয়ে জানাতে পারেন, নিহত রাকীবুল হাসানের সঙ্গে ওমান শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সাইফুল ইসলাম নামে আরও এক প্রবাসীর মৃত্যু হয়। একই সময় বিমানযোগে দুজনের লাশ দেশে আসে। পরে বিমানবন্দরে আত্মীয়-স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তরের সময় রাকিবের লাশ সাইফুলের পরিবারের এবং সাইফুলের লাশ রাকিবের পরিবারের কাছে চলে আসে। 

রাকীবের বাবার অভিযোগ, নাম দেখে তারা লাশ নিয়ে যান। বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে তাঁদের পরিবারকে এই হয়রানীর শিকার হতে হয়েছে বলে জানান তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জ. ম মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরই পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলে পরিবারকে আশ্বস্থ করা হয়েছে। পরে তাৎক্ষনিক কুমিল্লার সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাকিবের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে এবং সাইফুলের মরদেহ বহনকারী গাড়ি কুমিল্লায় পাঠান হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত