নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে দিনদুপুরে নিজের ঘরে হাজি আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানার গোলদার বাড়ি নামের স্থানে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত বৃদ্ধের স্ত্রী নাসিমা বেগম জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বসতঘরের দরজায় কে বা কারা নাড়া দেন। এ সময় তাঁর স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। চিৎকার শুনে তাঁকে বাঁচাতে যাওয়ার আগেই হত্যাকারী পালিয়ে যান। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত ছিলেন এবং তাঁর মুখে দাঁড়ি ছিল বলে জানান নাসিমা বেগম।
নিহত বৃদ্ধের ভাইয়ের ছেলে মো. লিটন হাওলাদার জানান, এলাকায় কারও সঙ্গে তাঁর চাচার তেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাঁর বোধগম্য নয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, বৃদ্ধের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই হাজি আব্দুস সাত্তার হাওলাদারের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
বরিশালের বাকেরগঞ্জে দিনদুপুরে নিজের ঘরে হাজি আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানার গোলদার বাড়ি নামের স্থানে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত বৃদ্ধের স্ত্রী নাসিমা বেগম জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বসতঘরের দরজায় কে বা কারা নাড়া দেন। এ সময় তাঁর স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। চিৎকার শুনে তাঁকে বাঁচাতে যাওয়ার আগেই হত্যাকারী পালিয়ে যান। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত ছিলেন এবং তাঁর মুখে দাঁড়ি ছিল বলে জানান নাসিমা বেগম।
নিহত বৃদ্ধের ভাইয়ের ছেলে মো. লিটন হাওলাদার জানান, এলাকায় কারও সঙ্গে তাঁর চাচার তেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাঁর বোধগম্য নয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, বৃদ্ধের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই হাজি আব্দুস সাত্তার হাওলাদারের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
৬ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১১ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
২৬ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে