Ajker Patrika

বরিশালে ভেঙে দেওয়া হলো ওলামা-মাশায়েখ সম্মেলনের প্যান্ডেল 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৩৫
বরিশালে ভেঙে দেওয়া হলো ওলামা-মাশায়েখ সম্মেলনের প্যান্ডেল 

বরিশাল বিভাগীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের প্যান্ডেল ভেঙে দিয়েছে সিটি করপোরেশন। নগরের বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন হওয়ার কথা ছিল। সেখানে তৈরি করা প্যান্ডেল আজ সোমবার সিটি করপোরেশন ভেঙে দেয়। রাতে প্যান্ডেল সরিয়ে নিতে দেখা গেছে। ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন কমিটির অভিযোগ, মালিক কর্তৃপক্ষের কাছ থেকে মাঠ ব্যবহারের অনুমতি নিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছিল। ঈদগাহ মাঠের প্যান্ডেল ভেঙে ফেলায় তাদের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. মিজানুর রহমান আদিল আজকের পত্রিকাকে বলেন, সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে গত ৩০ জানুয়ারি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সম্মেলন করার অনুমতি চান। তখন মেয়র তাঁদের জানান, ইমাম সমিতির আপত্তি না থাকলে সম্মেলন করতে পারবেন। পরে আরও একবার মেয়রের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি দেখা দেননি। 

মিজানুর রহমান আরও বলেন, ঈদগাহ মাঠের মালিক আছমত আলী খান ইনস্টিটিউশন (এ কে স্কুল) কর্তৃপক্ষের কাছ থেকে মাঠ ব্যবহারের লিখিত অনুমতি নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে প্যান্ডেল তৈরির কাজ শুরু করেন। আজ সোমবার দুপুরে আকস্মিক সিটি করপোরেশনের লোকজন এসে নির্মিত প্যান্ডেল অপসারণ শুরু করে। ঈদগাহ মাঠে সম্মেলন কেন করতে দেওয়া হবে না, তার কোনো কারণও জানায়নি বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 

আজ সোমবার রাত ৮টায় ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, বিশাল প্যান্ডেলের বাঁশ অপসারণ করছেন শ্রমিকেরা। তাঁরা জানান, করপোরেশনের লোকজন এসে প্যান্ডেল কেটে ফেলেছে। বাঁশের সঙ্গে থাকা দড়িও কেটে দিয়েছে। এতে প্যান্ডেল ভেঙে পড়ে। দ্রুত সেগুলো অপসারণ করার জন্য সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান নির্দেশ দিয়ে গেছেন।

বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে রাখা বাঁশসহ প্যান্ডেল তৈরির সামগ্রীজানা গেছে, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ এই সম্মেলন ও ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল। এতে প্রধান অতিথি করা হয়েছে ভারতের দারুল উলুম দেওয়ান বন্দ মুহাদ্দিস আল্লামা মুফতি ইউসুফ তাওলভী ও একই দেশের আল্লামা মুফতি আফজাল কাইমুরীকে। চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমসহ পীর অনুসারীরা বরেণ্য আলেম-ওলামাদের সম্মেলনে বিশেষ অতিথি করা হয়েছে। ইসলামী আন্দোলনের বরিশাল নগর নেতাদের তত্ত্বাবধানেই সম্মেলন আয়োজন করা হয়েছে। 

প্যান্ডেল ভেঙে দেওয়ার বিষয়ে জানতে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নঈমুল হোসেন লিটু সাংবাদিকদের বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত